ঢাকা | বঙ্গাব্দ

পাঁচবিবিতে জেন্ডার সমতা ফোরাম গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2025 ইং
পাঁচবিবিতে জেন্ডার সমতা ফোরাম গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবির ক্যাপশন: পাঁচবিবিতে জেন্ডার সমতা ফোরাম গঠনে মতবিনিময় সভা।
ad728
পাঁচবিবিতে জেন্ডার সমতা ফোরাম গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল, জয়পুরহাটঃ 

নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে জয়পুরহাটের পাঁচবিবিতে “উপজেলা জেন্ডার সমতা ফোরাম” গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২১ জুলাই ২০২৫) বিকেলে উপজেলার বন্ধন কনফারেন্স রুমে এ সভার আয়োজন করে BONDHAN, MSF ও হিউম্যানিটারিয়ান এইড ফর নেশন। 

সহযোগিতায় EmpowerHer, CEF ও কানাডা সরকার।

সভায় জনপ্রতিনিধি, নারী নেত্রী ও উন্নয়নকর্মীরা অংশ নিয়ে বলেন, “নারীর প্রতি সহিংসতা রোধ ও নেতৃত্বে অংশগ্রহণ নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে একটি শক্তিশালী ফোরাম গঠন জরুরী। 

রফিকুল ইসলাম চৌধুরী আহবায়ক ( ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস এর সভাপতিত্বে 

অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি), মহিলা বিয়য়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা।

এছাড়াও সমাজ সেবা অফিসার সাজেদুল, এস আই শহিদুল ইসলাস, একাডেমিক সুপার ভাইজার ও জেলা হিউম্যান রাইটস মনিটরিং অফিসার সাজ্জাদুল বারী, ফ্যাসিলিটেটর বিপ্লব আলীসহ অনেকেই এসময় উপস্থিত ছিলেন। 

সকলের সিদ্ধান্তক্রমে সভা শেষে খালেদা আক্তার বিজলি সভাপতি ও ললিতা রানীকে সাধারণ সম্পাদক পদে ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
জনসেবায় সাংবাদিক এম এ কাদের।

জনসেবায় সাংবাদিক এম এ কাদের।