হিলি, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি খাসমহল হাটবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) রাত ৮টায় হিলি বাজারে সমিতির নিজস্ব কার্যালয়ে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
সমিতির ভারপ্রাপ্ত সভাপতি করিম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আরমান আলী প্রধান।
অধিবেশনের শেষ পর্যায়ে সর্বসম্মতিক্রমে ফরিদ খানকে সভাপতি ও আরমান আলী প্রধানকে পুনরায় সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট একটি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
এসময়/