জুলাই গণঅভ্যুত্থানের শহীদ সাগর গাজীর কবর জিয়ারত করলো ছাত্র অধিকার পরিষদ গলাচিপা শাখা।
নিজস্ব প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন।
জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে পটুয়াখালীর গলাচিপার কৃতি সন্তান শহীদ সাগর গাজীর কবর জিয়ারত করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, গলাচিপা উপজেলা শাখা।
গত ৫ আগস্ট উত্তরা ট্র্যাজেডিতে শহীদ হওয়া ছাত্রনেতা সাগর গাজীর কবর জিয়ারতের মধ্য দিয়ে তার আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সংগঠনটি। এ সময় নেতারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে আমরা যে অধিকার ও স্বাধীনতা পেয়েছি, তা রক্ষা করতে আমাদের অঙ্গীকারবদ্ধ থাকতে হবে।”
জিয়ারতকালে উপস্থিত ছিলেন- সভাপতি: আরিফ বিল্লাহ; সহ-সভাপতি: তারিকুল ইসলাম মুন্না; সহ-সভাপতি: মেহেদী হাসান; সাধারণ সম্পাদক: তাওহীদ ইমরান; যুগ্ম সাধারণ সম্পাদক: কামরুল ইসলাম রাব্বি; সাংগঠনিক সম্পাদক: মোস্তাফিজুর রহমান রাব্বি; সহ-সাংগঠনিক সম্পাদক: হুমায়ুন কবির রুবেল ও অর্থ সম্পাদক: রাজিব মৃধা প্রমূখ।
এছাড়াও সংগঠনের সদস্যবৃন্দ: আরাফাত, হামিম, সায়েম রেজা, নিজাম উদ্দিন ও তুহিনসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন ।
এসময় ছাত্রনেতারা বলেন, “শহীদ সাগর গাজীর আত্মত্যাগ আমাদের কাছে অনুপ্রেরণার উৎস। তার রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না।”
এসময়/