পেঁয়াজ আমদানির অনুমতি অব্যাহত রাখার দাবী ব্যবসায়ীদের।
হিলি দিনাজপুর প্রতিনিধিঃ
দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রনে ও সরবরাহ স্বাভাবিক রাখতে পেঁয়াজ আমদানির অনুমতি অব্যাহত রাখার দাবী জানিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানিকারকরা। পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ৩০টনের বাধ্যবাধকতা তুলে নেওয়ার দাবী জানিয়েছেন তারা। আমদানির অনুমতি না দিলে আজ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাবে বলেও জানিয়েছেন তারা। বুধবার সকাল সাড়ে ১১টায় হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের পক্ষ থেকে সংগঠনটির কার্যালয়ে জরুরী সংবাদ সন্মেলনে এই দাবী জানান আমদানিকারকরা।
সংবাদ সন্মেলনে বক্তারা বলেন,গত১৪ আগস্ট পেঁয়াজের আইপি দেয় সরকার ফলে ১৭আগষ্ট রবিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়। এতে করে দেশের বাজারে পণ্যটির সররবাহ বাড়ায় দাম কমে আসছিল। কিন্তু গতকাল ১৯শে আগষ্ট থেকে আবারো হঠাৎ করে আইপি বন্ধ করে দেয়া হয়েছে।
আমদানিকাকররা আবেদন করলেও কোন আইপি ইস্যু করা হচ্ছেনা। এতে করে আমদানিকারকেরা আর্থিক ভাবে ক্ষতির সম্মুখিন হচ্ছেন। পেঁয়াজের আইপি ইস্যুর পর অনেক আমদানিকারক ভারত থেকে পেঁয়াজ কিনেছেন। কিন্তু হঠাৎ করে আইপি বন্ধ করে দেয়ার কারণে সীমান্তের ওপারে বেশ কয়েকজন আমদানিকারকের শতাধিক পেঁয়াজ বোঝাই ট্রাক আটকা পড়ে আছে।
যেসব আমদানিকারক ইতোমধ্যে আইপির জন্য আবেদন করেছেন ও ভারতে পেঁয়াজ কিনে ট্রাকে লোড করে রেখেছেন তাদের জন্য পেঁয়াজ আমদানির অনুমতি দেয়ার দাবি জানানো হয়।
আমদানি উন্মুক্ত থাকলে দেশের বাজারে দাম কমে আসবে বলেও জানিয়েছেন তারা। এসময় সেখানে হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সহসভাপতি শহিদুল ইসলাম,সাধারন সম্পাদক নাজমুল হক,আমদানিকারক রিপন হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।