ঢাকা | বঙ্গাব্দ

সুবর্ণচর উপজেলা শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 3, 2025 ইং
সুবর্ণচর উপজেলা শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা। ছবির ক্যাপশন: সুবর্ণচর উপজেলা শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা।
ad728
সুবর্ণচর উপজেলা শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা। 

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ 

নোয়াখালী সুবর্ণচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবির আহাম্মদের বদলি জনিত বিদায়ে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি একই পদে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত হিসেবে যোগদান করায় শামীমা আক্তারকে বরণ করা হয়। 

বুধবার (২ জুলাই) সকালে উপজেলার সাগরিকা লার্নিং এন্ড রিসার্চ সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) সুবর্ণচর উপজেলা শাখা।

অনুষ্ঠানের বাংলাদেশ শিক্ষক সমিতি সুবর্ণচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ গোফরান উদ্দীনের সঞ্চালনায় এবং সভাপতি 
মোহাম্মদ শামছুজ্জামানের সভাপতিত্বে বিদায়ী বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কবির আহাম্মদ। 

এ সময় উপস্থিত ছিলেন জেলার সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এবং সুবর্ণচরে অতিরিক্ত দায়িত্বে যোগদানকৃত কর্মকর্তা শামীমা আক্তার, সুবর্ণচর উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান খান, পূর্ব চরবাটা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ছালেহ উদ্দিন, বিটিএ সুবর্ণচর উপজেলার সহ-সভাপতি ছানা উল্যাহ বি.কম, হাজী মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিরঞ্জন চন্দ্র দেবনাথ, থানারহাট কলেজের অধ্যক্ষ মো. ইয়াছিন আলী, চরবাটা রামগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, পাংখার বাজার উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আক্তার হোসেন বাবুল, চরহাসান ভূঁইয়ার হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরনাহার বেগম প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আলোচনা করার সময় শিক্ষক নেতৃবৃন্দরা জানান, বিদায়ী শিক্ষা অফিসার কবির আহম্মদ ছিলেন একজন দায়িত্ববান ও কর্ম প্রিয় মানুষ যিনি স্বল্প সময়ের মাঝেও কর্মরত শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের কল্যাণে যথাসাধ্য কাজ করে গেছেন। অনুষ্ঠানের শেষে শিক্ষক সমিতির পক্ষ থেকে বিদায়ী শিক্ষা অফিসার ও নবাগত দায়িত্বপ্রাপ্ত অফিসারকে ফুলেল শুভেচ্ছা সহ সংবর্ধনা ক্রেস্ট এবং উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। 

উল্লেখ্য, মাধ্যমিক শিক্ষা অফিসার কবির আহম্মদ সুবর্ণচর উপজেলায় প্রায় দেড় বছর কর্মরত ছিলেন। বদলিজনিত কারণে তার নতুন কর্মস্থল কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলায়।
এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শার্শা'র সীমান্তে ভারতীয় চিংড়ির রেণু পোনাসহ আটক ১।

শার্শা'র সীমান্তে ভারতীয় চিংড়ির রেণু পোনাসহ আটক ১।