ঢাকা | বঙ্গাব্দ

তাড়াশে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 12, 2025 ইং
তাড়াশে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: তাড়াশে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ad728


মোঃসুজন আহমেদ 
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি



সিরাজগঞ্জের তাড়াশে নব-যোগদানকৃত জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় তাড়াশ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সর্বস্তরের সূধীজন উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ আলমের সঞ্চালনায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কার্যক্রমের দাবির বিষয় তুলে ধরেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে। এ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, তাড়াশ উপজেলায় তিন ফসলি জমিতে পুকুর খনন একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে প্রশাসন জিরো-টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং পুকুর খননকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের করা হবে।

জেলা প্রশাসক আরও জানান, সুফলভোগীদের পুকুর সংক্রান্ত সমস্যা সমাধানে প্রশাসন ইতোমধ্যে সার্বিক প্রচেষ্টা চালাচ্ছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

মতবিনিময় সভা শেষে উপস্থিত ব্যক্তিরা জেলা প্রশাসকের বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানান।

নিউজটি পোস্ট করেছেন : সুজন আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটের রেলপথ সংস্কার ও নতুন ট্রেন চালুর দাবিতে শ্রীমঙ্গল রে

সিলেটের রেলপথ সংস্কার ও নতুন ট্রেন চালুর দাবিতে শ্রীমঙ্গল রে