ঢাকা | বঙ্গাব্দ

প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়ে দেশে ফিরলেন সৌদি প্রবাসী শরফ পরামানিক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2025 ইং
প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়ে দেশে ফিরলেন সৌদি প্রবাসী শরফ পরামানিক ছবির ক্যাপশন: প্রতারণার শিকার সৌদি প্রবাসী
ad728
জুয়েল রানা, নিজস্ব প্রতিবেদক 

বিদেশে স্বপ্নের ভবিষ্যৎ গড়তে গিয়ে প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়ে দেশে ফিরেছেন সৌদি প্রবাসী শরফ পরামানিক(৩৮) পিতা বারেক পরামানিক, 
গ্রাম- চরঝিকোরি,হাবাসপুর ইউ'পি, পাংশা,রাজবাড়ী। দীর্ঘদিনের পরিশ্রম, ঋণ ও কষ্টের উপার্জন সব হারিয়ে আজ পরিবার-পরিজন নিয়ে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তিনি।

দালালের প্রলোভনে বিদেশযাত্রা...

স্থানীয় দালাল শাহিদুল খাঁ(৩০),পিতা ভাদু খাঁ এর প্রলোভনে পড়ে ৪ লাক্ষ ৫০হাজার  টাকা খরচ করে সৌদি আরবে যান  তিনি। দালালরা প্রতিশ্রুতি দিয়েছিল ভালো বেতন ও সুবিধাজনক চাকরির,ফ্রি ভিসা দিবে। কিন্তু বাস্তবে সেখানে পৌঁছে পরিস্থিতি হয়ে ওঠে সম্পূর্ণ ভিন্ন।

৬ মাস আকামা ও কাজের আজুহাতে বাসিয়ে রেখে আকামা না দিয়ে একটি কোম্পানিতে বিক্র করে দেয়। নির্ধারিত চাকরি ও বেতন না দিয়ে তাকে কম মজুরির কাজে ঠেলে দেওয়া হয়। বেতন দেওয়া হতো না নিয়মিত, কর্মস্থলের পরিবেশ ছিল অমানবিক, পাশাপাশি নিয়োগকর্তার নানা হয়রানির শিকার হন তিনি। সবশেষে ঋণের বোঝা নিয়ে ভাঙা স্বপ্ন নিয়ে দেশে ফিরতে বাধ্য হন তিনি।

ভুক্তভোগীর অভিযোগ প্রবাস ফেরত ওই শ্রমিক কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ভালো জীবনের স্বপ্নে সৌদি গিয়েছিলাম। কিন্তু দালাল আর নিয়োগকর্তার প্রতারণায় আজ নিঃস্ব হয়ে ফিরে এলাম। সংসার চালানোই এখন কষ্টকর হয়ে পড়েছে।”

পরিবারের হতাশা,তার পরিবার ও এলাকার মানুষ জানান, প্রবাসীদের কষ্টের টাকা এভাবে প্রতারিত হওয়া দুঃখজনক ও লজ্জাজনক। তারা দালালদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা রোধে জনসচেতনতা বাড়াতে হবে এবং সরকারি তদারকি আরও জোরদার করতে হবে। অন্যথায় প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হতে থাকবে এবং দেশের রেমিট্যান্স আয়েও নেতিবাচক প্রভাব ফেলবে

নিউজটি পোস্ট করেছেন :জুয়েল রানা 

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সাংবাদিক তুহিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে রাজশাহীতে মানববন

সাংবাদিক তুহিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে রাজশাহীতে মানববন