মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
আজ ০৬ ডিসেম্বর ২০২৫ খ্রি. সন্ধ্যা ০৭:৩০ ঘটিকায় পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পাবনা জেলার পাঁচ থানার অফিসার ইনচার্জদের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার জাহিদ মহোদয়।
বিদায়ী অতিথিগণ হলেন: ১) জনাব মোঃ আব্দুল সালাম — অফিসার ইনচার্জ, পাবনা থানা ,২) জনাব মোঃ আনিসুজ্জামান — অফিসার ইনচার্জ, সাথিয়া থানা ,৩) জনাব মজিবুর রহমান — অফিসার ইনচার্জ, সুজানগর থানা ,৪) জনাব মোঃ মঞ্জুরুল আলম — অফিসার ইনচার্জ, চাটমোহর থানা ,৫) জনাব মোঃ আ স ম আব্দুন নূর — অফিসার ইনচার্জ, ঈশ্বরদী থানা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:জনাব মোঃ মশিউর রহমান মণ্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ,জনাব মোঃ রেজিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ,জনাব মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), পাবনা বিভিন্ন ইউনিটের অন্যান্য কর্মকর্তাগণ


অনুষ্ঠানে বক্তারা বিদায়ী অফিসার ইনচার্জদের কর্মদক্ষতা, নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরেন। একসঙ্গে কাজ করার বহু স্মৃতি স্মরণ করে উপস্থিত সবাই আবেগাপ্লুত হন।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথিদের হাতে সংবর্ধনা উপহার সামগ্রী তুলে দেন। তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামীর দায়িত্বপালনে সফলতা, কল্যাণ ও শুভকামনা জানান।
বিদায়ী পুলিশ অফিসারগণ দীর্ঘ সময় ধরে পাবনা জেলায় সৎ, দক্ষ, মেধাবী ও সুনামধন্য অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের প্রতি জানানো হয় আন্তরিক শ্রদ্ধা ও নিরঙ্কুশ শুভকামনা।
মোঃ শাহজাহান বাশার