ঢাকা | বঙ্গাব্দ

বেলকুচিতে শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 11, 2025 ইং
বেলকুচিতে শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বেলকুচিতে শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত
ad728



মোঃসুজন আহমেদ 
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

 ৬ ডিসেম্বর ২০২৫, সকাল ১১টা

বেলকুচি উপজেলায় শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের হলরুমে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় নেতা মো: আমিনুল ইসলাম খান আলিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো: জাহাঙ্গীর আলম, উপাচার্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—

সাবেক সাংসদ এম. আকবর আলী, উল্লাপাড়া

মোহাম্মদ বেলাল হোসেন, পরিচালক, জাতীয় বিশ্ববিদ্যালয়

ইঞ্জিনিয়ার মো: আইয়ুব আলী, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

ড. মাসুদ রানা খান, বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা

মো: শামীম হাসান, বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী

অতিথিগণ শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা বলেন, একটি শিক্ষিত জাতি গঠনে শিক্ষার মান উন্নয়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিদ্যালয়, কলেজ ও কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষার আধুনিকায়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধি সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করেন তারা।

সভাপতি মো: আমিনুল ইসলাম খান আলিম বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে মানসম্মত শিক্ষা অত্যন্ত জরুরি। তিনি অনুষ্ঠানে প্রদত্ত সব সুপারিশ বাস্তবায়নের জন্য বর্তমান সরকার এবং আসন্ন সংসদ নির্বাচন-পরবর্তী সরকারের নিকট গুরুত্বপূর্ণ দাবিও জানান।

আলোচনা সভায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : সুজন আহমেদ

কমেন্ট বক্স
খুলনায় ফের জাতীয় পার্টি অফিস ভাঙচুর

খুলনায় ফের জাতীয় পার্টি অফিস ভাঙচুর