ঢাকা | বঙ্গাব্দ

মাসিক_কল্যাণ_সভা,_অপরাধ_পর্যালোচনা_সভা_ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 12, 2025 ইং
মাসিক_কল্যাণ_সভা,_অপরাধ_পর্যালোচনা_সভা_ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: মাসিক_কল্যাণ_সভা,_অপরাধ_পর্যালোচনা_সভা_ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ad728


মোঃসুজন আহমেদ 
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি



[১১ ডিসেম্বর ২০২৫ খ্রি.]

আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জ পুলিশ লাইন্স  শহীদ বীর মুক্তিযোদ্ধা  কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে সিরাজগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম(বার) মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় জেলার সকল থানা, কোর্ট, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক ও পুলিশ লাইন্স হতে আগত ইনচার্জগণ ও পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় কর্মরত থাকাকালীন একজন পুলিশের এএসআই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করায় তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। নভেম্বর/২০২৫ মাসে উত্তর কাজের স্বীকৃতিস্বরূপ সর্বমোট ০৯ জন পুলিশ সদস্যকে অর্থ, সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন পুলিশ সুপার মহোদয়। এছাড়াও কল্যাণ সভায় সদ্য পিআরএল ছুটিতে গমনকৃত ০১ জন পুলিশ পরিদর্শককে অবসরজনিত বিদায়ী সম্মাননা  এবং ০১ জন পুলিশ পরিদর্শককে বদলিজনিত বিদায়ী সম্মাননা প্রদান করা হয়। 

পুলিশ সুপার মহোদয় সিরাজগঞ্জ জেলার মান উন্নয়ন ও কাজের গতি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ইউনিটকে ১০ টি কম্পিউটার,১২ টি মোবাইল, ০৯ টি পানির ফিল্টার ও ০১ মোটরসাইকেল বিতরণ করেন। 

সিরাজগঞ্জ জেলার কর্মরত পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নত করার লক্ষ্যে পুলিশ সুপার মহোদয় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত প্রতিটি সদস্যের মনোবল বৃদ্ধি ও পেশাদারিত্ব নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়। পুলিশ সুপার মহোদয় পুলিশের করণীয় বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন মূল্যবান দিক-নির্দেশনা তুলে ধরেন। কল্যাণ সভা সঞ্চালনা করেন জনাব মোঃ আসাদুজ্জামান শাকিল, সহকারী পুলিশ সুপার, উল্লাপাড়া সার্কেল, সিরাজগঞ্জ।

কল্যাণ সভা শেষে পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় রুজুকৃত মামলা সমূহের কেইস টু কেইস বিশ্লেষণ করা হয়। মামলা তদন্তের মান বৃদ্ধি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্রসহ অন্যান্য অবৈধ দ্রব্যাদি উদ্ধার এবং পুলিশি সেবার মান বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সুপার মহোদয় বিস্তারিত দিক-নির্দেশনা প্রদান করেন। সভা চলাকালীন সময়ে সকল ইউনিট ইনচার্জ তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করায় এবং বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারীদের সম্মাননা প্রদান করা হয়।

এছাড়াও অপরাধ পর্যালোচনা শেষে সহকারী পুলিশ সুপার, বেলকুচি সার্কেল, সিরাজগঞ্জ জনাব মোঃ হুমায়ুন কবির এর বদলি হওয়ায় পুলিশ সুপার মহোদয় বদলিজনিত বিদায়ী সম্মাননা প্রদান করা হয়। 

উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ ইউনিট ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : সুজন আহমেদ

কমেন্ট বক্স
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের অভিযান: সংযোগ বিচ্ছিন

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের অভিযান: সংযোগ বিচ্ছিন