ঢাকা | বঙ্গাব্দ

ক্যান্টনমেন্ট সার্কেলে দুর্নীতির হোতা এসিল্যান্ড বাসিত সাত্তারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2025 ইং
ক্যান্টনমেন্ট সার্কেলে দুর্নীতির হোতা এসিল্যান্ড বাসিত সাত্তারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। ছবির ক্যাপশন: ক্যান্টনমেন্ট সার্কেলের এসিল্যান্ড বাসিত সাত্তারের ও সলিমুল্লা হাওলাদার।
ad728
ক্যান্টনমেন্ট সার্কেলে দুর্নীতির হোতা এসিল্যান্ড বাসিত সাত্তারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। 

হাবিব সরকার, স্বাধীনঃ 

রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা খিলক্ষেত ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেল বর্তমানে দুর্নীতি, অনিয়ম ও ঘুষ বাণিজ্যের আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বর্তমান এসিল্যান্ড বাসিত সাত্তার এবং তার ঘনিষ্ঠ সহযোগী ক্যাশিয়ার সলিমুল্লাহ হাওলাদার।

প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী ও একাধিক সূত্রের দাবি—বাসিত সাত্তার নিজেকে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য পরিচয় দিয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। অভিযোগ রয়েছে, নামজারি প্রক্রিয়ায় ঘুষ না দিলে ফাইল একেবারে হিমঘরে পাঠিয়ে দেওয়া হয়।

সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া থেকে শুরু করে মামলা দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠে এসেছে। এমনকি, নিজের প্রভাব খাটিয়ে তিনি একাধিকবার সংবাদকর্মীদের অপদস্থ করেছেন।

স্থানীয়দের ভাষ্য মতে, ক্যান্টনমেন্ট সার্কেলের ভূমি অফিসে বিকেল পাঁচটার পর ম্যান গেটে তালা ঝুলিয়ে ভেতরে চলে বিশেষ মিটিং। এসব মিটিংয়ে অংশ নেয় বসুন্ধরা, আসিয়ান সিটি, যমুনা ও নাসা গ্রুপের কিছু প্রভাবশালী প্রতিনিধি। এদের মাধ্যমে গোপন চুক্তি ও লেনদেন হয় বলে অভিযোগ রয়েছে।

সলিমুল্লাহ হাওলাদার দীর্ঘদিন ধরে এই অফিসে কর্মরত থাকায় তার মাধ্যমে গড়ে উঠেছে একটি দুর্নীতিবাজ সিন্ডিকেট। তিনি দালাল ও বহিরাগতদের নিয়ে অফিসের কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন বলে জানা যায়।

একাধিক ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড প্রতিবেদকের হাতে এসেছে, যেখানে দেখা গেছে কীভাবে বাসিত সাত্তার টাকা ছাড়া কোনো নামজারি ফাইল প্রক্রিয়াজাত করেন না। কিছু সরকারি সংস্থা তার কর্মকাণ্ডে ইতিমধ্যে উদ্বিগ্ন বলেও সূত্র জানায়।

স্থানীয় জনগণ অভিযোগ করেন, এসিল্যান্ড বাসিত সাত্তারের অধীনে ভূমি অফিস একটি "গলা কাটার দপ্তর"-এ পরিণত হয়েছে। ঘুষ না দিলে ন্যায্য জমির নামজারি পর্যন্ত করা যাচ্ছে না।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে হত্যা মামলায় ৭ আসামি গ্রেফতার।

কুড়িগ্রামে হত্যা মামলায় ৭ আসামি গ্রেফতার।