ঢাকা | বঙ্গাব্দ

বটিয়াঘাটায় জলমা ইউনিয়ন বিএএপির বিরুদ্ধেপকেট কমিটি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2025 ইং
বটিয়াঘাটায় জলমা ইউনিয়ন বিএএপির বিরুদ্ধেপকেট কমিটি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন। ছবির ক্যাপশন: বটিয়াঘাটায় জলমা ইউনিয়ন বিএএপির সংবাদ সম্মেলন।
ad728
বটিয়াঘাটায় জলমা ইউনিয়ন বিএএপির বিরুদ্ধেপকেট কমিটি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।
‎মোঃ ইমরান হোসেন, বটিয়াঘাটা: 
‎ প্রতিনিধিঃবটিয়াঘাটা জলমা ইউনিয়নে বিএনপির পকেট কমিটির বিরুদ্ধে গতকাল মঙ্গলবার বেলা ১২টার সময় বটিয়াঘাটা প্রেসক্লাবে ১নং জলমা ইউনিয়নের ৭ ও ৯ নং ওয়ার্ড বিএনপি এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৯নং ওয়ার্ডের সভাপতি বাবুল খা।

তিনি বলেন,১নং জলমা ইউনিয়নের ৭ ও ৯ নং ওয়ার্ডের যে পুর্নাঙ্গ কমিটি জলমা ইউনিয়ন বিএনপি প্রকাশ করেন তা তাদের ইচ্ছে মত করা। 

তিনি বলেন,স্বৈরাচার হাসিনার পতনের পর আমাদের আশা ছিল,আমরা সুশৃংখল  ভাবে রাজনীতি করব।কিন্তু না,একটি মহল তা করতে দেবে না।
গতকাল বটিয়াঘাটা থানার ১নং জলমা ইউনিয়ন বিএনপির আহবায়ক রুহল মোমেন লিটনের একটি ফেসবুক পেজ থেকে লিখিত ৭ ও ৯নং ওয়ার্ড বিএনপির পুর্নাঙ্গ কমিটি প্রকাশ করেছেন। যা ৭ ও ৯ নং ওয়ার্ড বিএনপি অবগত না।
আমরা জলমা ইউনিয়ন বিএনপির কাছে একটি খসড়া কমিটি করে দিয়েছিলাম।কিন্তু সে কমিটিতে থাকা দুঃসময়ে রাজপথের নেতা কর্মীদের বাদ দিয়ে রুহল মোমেন লিটন ও আসাবুর হাওলাদার তাদের মতো করে চাঁদাবাজ,লুটপাট কারী, ভুমি দস্যু, আওয়ামী দোসরদের  অন্তরভুক্ত করে কমিটি প্রকাশ করেছে।

বাদ পড়েছে বিগত ২বার কমিটিতে থাকা ত্যাগী নেতা কর্মীরা।১নং জলমা ইউনিয়ন বিএনপির মুল কমিটিতে যাদের অন্তর্ভুক্ত করেছে তার মধ্যে আমরা অনেকের চেহারা রাজ পথে কোন দিন দেখিনাই।
আমাদের ত্যাগী নেতা কর্মীদের বাদ দিয়ে যে পকেট কমিটি করেছে আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। 

তিনি আরো বলেন, থানা,জেলাসহ বিএনপির উর্ধতন নেতৃবৃন্দ যাতে এইসব অযোগ্য, লোভি লুট করি, আওয়ামী দোসররা পদে আসতে না পারে এবং নতুন কমিটিতে ত্যাগী নেতা কর্মীরা যায়গা পায় তার ব্যাবস্থ নেয়ার জন্য অনুরোধ জানান।""

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যশোরে ৩.০৯৫ কেজি ওজনের ২৩টি স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক।

যশোরে ৩.০৯৫ কেজি ওজনের ২৩টি স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক।