ঢাকা | বঙ্গাব্দ

নরসিংদীতে রায়পুরায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2025 ইং
নরসিংদীতে রায়পুরায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু। ছবির ক্যাপশন: নরসিংদীতে রায়পুরায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু।
ad728
নরসিংদীতে রায়পুরায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু। 

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধিঃ

নরসিংদীর রায়পুরায় মাদক সেবনকে কেন্দ্র করে বিরোধে ছুরিকাঘাতে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মোবারক হোসেন (২৩) নামের এক যুবক মারা গেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার চর মরজাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোবারক চর মরজাল গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাতে মাদক সেবন নিয়ে মোবারক হোসেনের সঙ্গে একই এলাকার কাউসার (২৮) ও মোস্তফা (৩০)-এর কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে কাউসার তার কাছে থাকা ছুরি দিয়ে মোবারকের পেটে আঘাত করে। এতে গুরতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মোবারক।

স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় পাঠান। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পরিবার।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ নিহতের সত্যতা নিশ্চিত করেন বলেন, “ঢাকায় ওই যুবকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয়েছি। ঘটনার তদন্ত চলছে। নিহতের স্বজনের অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ ও অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান করা হবে।”


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই-আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চ

জুলাই-আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চ