হিলি পানামা পোর্ট লিং লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক নেপাল বাবু আর নেই।
হিলি ( দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলি পানামা পোর্ট লিং লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী (নেপাল বাবু) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আগামীকাল শনিবার দুপুরে পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামে তাঁর স্বতকার করা হবে।
তাঁর মৃত্যুতে হাকিমপুর উপজেলা সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান, সাবেক পৌর মেয়র কামাল হোসেন রাজ,হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি ফেরদৌস রহমান,সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী, প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম,সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বুলু, সাবেক সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,ডা, আলতাফ হোসেন,হিলি পাবলিক ক্লাব এন্ড লাইব্রেরীর সভাপতি মুরাদ ইমাম কবিরসহ হিলির ব্যবসায়ীরা গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।