ঢাকা | বঙ্গাব্দ

যশোরে বোনকে হত্যার দায়ে ভাই ও ভাবি আটক।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2025 ইং
যশোরে বোনকে হত্যার দায়ে ভাই ও ভাবি আটক। ছবির ক্যাপশন: যশোরে বোনেরএরঘাতক ভাই ও ভাবি।
ad728
যশোরে বোনকে হত্যার দায়ে ভাই ও ভাবি আটক। 

মালিকুজ্জামান কাকাঃ 

যশোরে বোনকে হত্যার ঘটনায় সেই ভাই খোকন মোল্লা ও তার স্ত্রী সালমা বেগমকে আটক করেছে পিবিআই যশোরের সদস্যরা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) মধ্যরাতে খুলনার রূপসা থানার মিল্কি দেয়াড়া গ্রাম থেকে প্রথমে ভাই খোকন মোল্লাকে আটক করা হয়। 
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী যশোরের রাজারহাট থেকে স্ত্রী সালমাকে আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন। 

আটক খোকন মোল্লা খুলনার তেরখাদা উপজেলার হিন্দু কুশলা গ্রামের মৃত কাশেম মোল্লার ছেলে। 
তিনি যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে বসবাস করেন। একই গ্রামে বসবাস করেন বোন শারমিন ও বোনাই শিমুল।

পিবিআই জানায়, আটকের পর তারা হত্যার ঘটনা স্বীকার করেছেন। কেন হত্যা করা হয়েছে, তারও বর্ণনা দিয়েছেন। 

তারা জানিয়েছেন, ২৩ জুলাই সকালে টাকার লেনদেন নিয়ে হত্যার শিকার শারমিনের সাথে তার ভাবি সালমার ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে খোকন একটি হাসুয়া নিয়ে বোনের বাড়িতে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। 

এ ঘটনায় ওইদিন রাতেই কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা হয়। 
মামলাটির তদন্তে নামে পিবিআই। 
একপর্যায়ে তারা ঘাতক ভাই ও ভাবিকে আটক করে। 

পিবিআই জানায়, তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শুভ জন্মাষ্টমী উপলক্ষে কুমিল্লায় হিন্দু সম্প্রদায়ের আনন্দ

শুভ জন্মাষ্টমী উপলক্ষে কুমিল্লায় হিন্দু সম্প্রদায়ের আনন্দ