ঢাকা | বঙ্গাব্দ

কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2025 ইং
কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন: কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী আটক
ad728

মো. শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার 

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পোয়াত এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮ আগস্ট থানা পুলিশ জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের গোবিন্দপুর-পোয়াত সড়কের তিন রাস্তার মাথায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ এই চার জনকে আটক করে।

আটককৃতরা হলেন—কুমিল্লার আদর্শ সদর উপজেলার শাসন গাছা এলাকার ইয়াছিন মিয়ার ছেলে মো: শাহাদাত (২৫), বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের জঙ্গলবাড়ি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো: নাইম (২০), একই ইউনিয়নের জঙ্গলবাড়ি এলাকার এমদাদুল হকের ছেলে মো: অন্তর (২২) এবং ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামের আবুল হোসেনের ছেলে মো: রুবেল মিয়া (২৮)।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হকের সার্বিক দিকনির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) নাছিরুল্লাহ রুবেল ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহপরান। তাদের নেতৃত্বাধীন দল সিএনজি চালিত একটি অটোরিকশা তল্লাশি করে গাঁজা উদ্ধার করে। অভিযানে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় কাউসার নামে একজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পুলিশ তার স্থায়ী ঠিকানা ও পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছে। এই অভিযানের মাধ্যমে মাদক পাচার চক্রের বড় একটি চালান ধ্বংস হয়েছে বলে মনে করা হচ্ছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটককৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”

পুলিশ সূত্রে জানা যায়, বুড়িচং এলাকায় মাদক ব্যবসায়ীদের গত কয়েক মাস ধরে নজরদারি চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে এই রোহিঙ্গা-চালিত বড় ডিলারদের অবস্থান শনাক্ত করা হয়। সম্প্রতি এলাকার বিভিন্ন স্থানে মাদক সেবনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই অভিযান বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

স্থানীয়রা জানান, বুড়িচংয়ের বিভিন্ন এলাকায় গাঁজা ও অন্যান্য নেশা দ্রব্যের সরবরাহ ও বিক্রি দীর্ঘদিন ধরে বেড়ে চলেছে, যা সমাজের জন্য বড় উদ্বেগের কারণ। এর বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান এলাকার জনসাধারণের জন্য আশার আলো বলে মনে করা হচ্ছে।

মাদক বিরোধী এই অভিযান কুমিল্লার অন্যান্য থানাতেও জোরদার হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন সচেতন মহল। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর এই ধরনের উদ্যোগ দেশব্যাপী প্রশংসিত হবে বলে তারা মনে করেন।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল