ঢাকা | বঙ্গাব্দ

৭৫ লাখ টাকার কাবিনে রাজী না হওয়ায় ছেলের বিরুদ্ধে ৪ মামলা!

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2025 ইং
৭৫ লাখ টাকার কাবিনে রাজী না হওয়ায় ছেলের বিরুদ্ধে ৪ মামলা! ছবির ক্যাপশন: যশোরে ভুক্তভোগীর পিতার সংবাদ সম্মেলন।
ad728
৭৫ লাখ টাকার কাবিনে রাজী না হওয়ায় ছেলের বিরুদ্ধে ৪ মামলা!

মালিকুজ্জামান কাকাঃ 

একই এলাকার একটি পরিবারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেনযশোর শহরের এক ভুক্তভোগীর পিতা ও তার স্বজনরা। 

রবিবার দুপুরে প্রেসক্লাব যশোর-এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তামিমের পিতা বলেন ঐ পরিবারের মেয়েকে বিয়ে না করায় তার ছেলের বিরুদ্ধে চারটি হয়রানি মুলক মামলা করা হয়েছে। এর ফলে সামাজিক ও মানুষিক ভাবে তারা ভেঙে পড়েছেন। এ সময় উপস্থিত ছিলেন, তামিমের ফুফা সৈয়দ আতিকুর রহমান ও চাচা সোহারাব হোসেন। 

প্রকৃত ঘটনা তুলে ধরে লোকমান হোসেন বলেন, তার ছেলে তামিমকে ঘিরে গভীর ষড়যন্ত্রে লিপ্ত একই এলাকার আলিউল্লার ছেলে আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, আনোয়ারের মেয়ে ফারজানা খাতুন ঐশীসহ  অজ্ঞাতনামা আরও ৩-৪ জন। 

তারা উদ্দেশ্যমূলকভাবে ৪টি মিথ্যা মামলা দায়ের করেছে তামিম ও তার পরিবারের সদস্যদের নামে। এই মামলা গুলো করেছে একই এলাকার আনোয়ার হোসেন (৪৭), তার মেয়ে ফারজানা খাতুন ঐশী (২০) এবং ভাই দেলোয়ার পরস্পর যোসাজোসে। যা সম্পূর্ণ কাল্পনিক ও ভিত্তিহীন। 

পুলিশ প্রভাবিত হয়ে কোন রকম তদন্ত ছাড়াই এই মামলা রেকর্ড করেছে। ফলে আমার পরিবার চরম হয়রানির শিকার হচ্ছি। 
মামলাবাজ আনোয়ার হোসেন একদিকে পুলিশকে ম্যানেজ করে মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানী করছে,  অন্যদিকে বিভিন্ন পত্রিকায় মিথ্যা ও বানোয়াট তথ্য সরবরাহ করে আমার পরিবার ও আমার ছেলে তামিম এব মানসম্মাণ ক্ষুন্ন করে আমাদেরকে সামাজিকভাবে হেয় করছে।

আসল ঘটনা হল, প্রায় এক বছর আগে আনোয়ার হোসেনের কন্যা ঐশীর সঙ্গে পারিবারিকভাবে তামিমের  বিয়ের আলোচনা চলছিল। এ সময় তাদের মধ্যে ভালবাসার সম্পর্কও গড়ে উঠে। পরবর্তীতে বিয়ের দিন নির্ধারিত হওয়ার পর আনোয়ার হোসেন বিয়ের কাবিন হিসেবে ৭৫ লক্ষ টাকা দাবি করে, যা অযৌক্তিক হওয়ায় আমরা আপত্তি করি। ইতোমধ্যে আমরা জানতে পারি আনোয়ার হোসেন এর মেয়ে ঐশীর সঙ্গে একাধিক ছেলের অনৈতিক সম্পর্ক রয়েছে। এমনকি একটি ছেলের সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের ছবি তামিমের কাছে পাঠানো হয়। এ অবস্থায় বিয়েটি ভেঙ্গে যায়।
কার্যত কন্যার চরিত্র নিয়ে ও কাবিনের টাকা ধার্য নিয়ে মতবিরোধ শুরু হলে বিয়ে ভেঙে যায়। 

গত ১৪ মার্চ, বিকেল আনুমানিক ৩টার দিকে ঐশীর বাবা আনোয়ার হোসেন লোকমান ও তার ছেলে তামিমকে দেখে নেওয়ার হুমকি দেয়। মিথ্যা দোষারোপ করে তামিমকে মিথ্যা মামলায় ফাসানোসহ মারপিট করার হুমকি দেয়। বিয়ে ভেঙে গেলে তামিমের জন্য বিভিন্ন জায়গায় পাত্রী দেখতে শুরু করলে আনোয়ার হোসেন প্রতিশোধ পরায়ন হয়। 
ছেলের নিরাপত্তায় উদ্বিগ্ন হয়ে লোকমান হোসেন কোতোয়ালী মডেল থানায় একটি জি ডি করেন। নম্বর ১০৫৮, তারিখ: ১৪/০৩/২০২৫।

ঐ মেয়েকে অস্ট্রেলিয়ায় বিয়ে দেওয়ার পরও মেয়ে পক্ষ তামিম ও তামিমের স্বজন দের নানা ভাবে নাজেহাল করছে। তাদের সাথে আছে পুলিশ।

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির মার্চ ফর জাস্টিস কর্মসূচী উপলক

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির মার্চ ফর জাস্টিস কর্মসূচী উপলক