ঢাকা | বঙ্গাব্দ

বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2025 ইং
বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ছবির ক্যাপশন: বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ad728
মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার:

বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ রোববার (৩১ আগস্ট) বিকেলে দেশের তিনটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানা গেছে, বিকেল সাড়ে ৪টায় জামায়াতে ইসলামী, সন্ধ্যা ৬টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে বৈঠক করবেন তিনি। বিএনপির সঙ্গে বৈঠকটি প্রথমে বিকেল ৩টায় হওয়ার কথা থাকলেও পরে তা পরিবর্তন করে নতুন সময় ঘোষণা করা হয়।

রাজনীতির এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সম্প্রতি সংঘটিত সহিংসতা। গত শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। 

পরে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাসদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে সংঘর্ষ চলাকালে গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর গুরুতর আহত হন। এই ঘটনাই মূলত প্রধান উপদেষ্টাকে জরুরি ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে উদ্বুদ্ধ করেছে বলে মনে করা হচ্ছে।

শেখ হাসিনার সরকার পতনের পর জুলাইয়ের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় গত ৮ আগস্ট অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। গঠনের পর থেকেই সংকট উত্তরণে আলোচনাকে তিনি প্রধান কৌশল হিসেবে সামনে এনেছেন। এরই অংশ হিসেবে তিনি ১১ আগস্ট প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন।

এর আগে চলতি বছরের ২১ জুলাই মাইলস্টোন এলাকায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানি ও দেশব্যাপী বিক্ষোভের পর ২২ জুলাই তিনি বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনের সঙ্গে বৈঠক করেন। এরপর আরও ২৫টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে টানা দুই দিনে আলোচনা করেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আজকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিএনপি, জামায়াত ও এনসিপি একদিকে বড় রাজনৈতিক শক্তি, অন্যদিকে সাম্প্রতিক সহিংসতা ও আসন্ন নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত। তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা আসন্ন নির্বাচনের রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।

প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, আজকের বৈঠকের পর ধাপে ধাপে দেশের অন্যান্য রাজনৈতিক দল ও জোটগুলোকেও আলোচনায় ডাকবেন তিনি। এর মাধ্যমে রাজনৈতিক সংকট নিরসন ও নির্বাচনের পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নতুন রোডম্যাপ ঘোষণা করা হতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর মাদক স্পট থেকে ৩০ লাখ টাকা মাসোহারা নেন ডিএনসির রায়

রাজশাহীর মাদক স্পট থেকে ৩০ লাখ টাকা মাসোহারা নেন ডিএনসির রায়