ঢাকা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ গ্রেপ্তার।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2025 ইং
বুড়িচংয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ গ্রেপ্তার। ছবির ক্যাপশন: বুড়িচং ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
ad728
বুড়িচংয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ গ্রেপ্তার। 

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টারঃ  

কুমিল্লার বুড়িচং উপজেলায় ছাত্র রাজনীতির আলোচিত মুখ ও বাকশীমূল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
শনিবার (১৯ জুলাই) বিকেল ৪টার দিকে তার নিজ এলাকা ছয়গ্রাম বাজার থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল হক।

পুলিশ জানায়, আবুল কালাম আজাদ শুধুমাত্র ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না; তিনি ছয়গ্রাম সোনার বাংলা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান হিসেবেও এলাকায় পরিচিত মুখ। 

তবে তার বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তিনি জড়িত ছিলেন এবং এ ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি।

ওসি আজিজুল হক জানান, “আবুল কালাম আজাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনি অভিযুক্ত। দীর্ঘদিন ধরে আমরা তার গতিবিধির উপর নজর রাখছিলাম। অবশেষে শনিবার বিকেলে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বাকশীমূল ইউনিয়নে একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। 
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 
পরবর্তীতে পুলিশ অভিযান শুরু করে এবং অভিযুক্তদের শনাক্ত করতে মাঠে নামে। এরই ধারাবাহিকতায় আবুল কালাম আজাদের গ্রেপ্তার স্থানীয় রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে।

এদিকে অভিযুক্তের পরিবার ও ঘনিষ্ঠ মহল থেকে তার গ্রেপ্তারে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তারা বলছেন, “আবুল কালাম আজাদ একজন শিক্ষানুরাগী ও সমাজকর্মী হিসেবে পরিচিত। রাজনৈতিক প্রতিহিংসার শিকার করতেই তাকে হয়রানি করা হচ্ছে।”

তবে পুলিশ দাবি করছে, সবকিছুই আইনানুগভাবে করা হয়েছে এবং প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই এ গ্রেপ্তার করা হয়েছে।

এই ঘটনায় বুড়িচং উপজেলার রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে মনে করছেন, ছাত্র রাজনীতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান না নিলে ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সহিংসতা আরও বাড়বে।

আসামির বিরুদ্ধে আরও কোনো অভিযোগ রয়েছে কি না, বা অন্য কেউ এ ঘটনার সঙ্গে জড়িত কি না—তা জানার জন্য পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উলিপুরে বিএনপির বিজয় র‍্য

ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উলিপুরে বিএনপির বিজয় র‍্য