নিউজ ডেস্কঃ
(প্রেস বিজ্ঞপ্তি)
দৈনিক সংগ্রামের চীফ রিপোর্টার শামসুল আরেফীনের চিকিৎসার খোঁজ নিলেন এড. এহসানুল মাহবুব জুবায়ের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের রবিবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় দৈনিক সংগ্রামের চীফ রিপোর্টার জনাব শামসুল আরেফীনের বাসায় গিয়ে তাঁর চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট (বৃহস্পতিবার) হৃদরোগে আক্রান্ত হয়ে জনাব শামসুল আরেফীনের হার্টে ব্লক ধরা পড়ে এবং তাঁকে জরুরি ভিত্তিতে একটি রিং পড়ানো হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সদস্য জনাব আলী আহমাদ, মুজিবুল আলম, আবদুল আলিম ও জহিরুল ইসলাম।