ঢাকা | বঙ্গাব্দ

জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2025 ইং
জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবির ক্যাপশন: জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ad728
মোঃ শাহজাহান বাশার ,সিনিয়র স্টাফ রিপোর্টার

রাজধানী ॥ জনগণ যদি নির্বাচনমুখী হয় তবে কোনো শক্তিই নির্বাচন বন্ধ করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রউপদেষ্টালে.জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টার ওপরে আমাদের কোনো কথা নেই। স্যার যে তারিখে বলেছে, যে মাসে বলেছে, সে মাসেই নির্বাচন হবে। এখানে কে কী বললো তা শোনার কোনো দরকার নেই।”

তিনি আরও বলেন, “জনগণ যদি নির্বাচনমুখী হয় তাহলে কেউ নির্বাচনে বাধা দিতে পারবে না। জনগণ যখন নির্বাচনের দিকে যাবে তখন কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করার।”

এ সময় মাদকের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “মাদক সমাজকে ধ্বংস করছে। পরিবার থেকে সমাজ—সবখানে এর নেতিবাচক প্রভাব পড়ছে। তাই আমাদের সবাইকে একসাথে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে।”
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
দুর্নীতির অভিযোগে দপদপিয়া ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি।

দুর্নীতির অভিযোগে দপদপিয়া ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি।