মোঃ শাহজাহান বাশার ,সিনিয়র স্টাফ রিপোর্টার
মাইজভান্ডার: মাইজভান্ডার দরবার শরীফে আজ ১৭ই আগস্ট ২০২৫ (২রা ভাদ্র) মহান ওরশ শরীফের দ্বিতীয় দিবসের আধ্যাত্মিক অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।
ওরশ শরীফে বিশেষভাবে আরোপিত ছিলেন আওলাদে রাসুল (ﷺ), নবী বংশের ৩০তম আওলাদ, ত্বরীকায়ে মাইজভান্ডারীয়ার বৈশ্বিক রূপদানকারী, হুজুর গাউছুল ওয়ারা, হযরত শাহ্সূফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসানী আল মাইজভান্ডারী (কাঃছিঃআঃ)। এ অনুষ্ঠান ছিল কেবলার ১৪তম পবিত্র ওরশ শরীফ।
ছদারত মুনাজাত পরিচালনা করেন আওলাদে রাসুল (ﷺ), মুর্শিদ কেবলার একমাত্র খেলাফত প্রাপ্ত আওলাদ, নবী বংশের ৩১তম নূরানী আওলাদ, রাহনুমায়ে শরীয়ত ও ত্বরীকত আলহাজ্ব আল্লামা শাহসূফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী ওয়াল হোসাইনী আল্-মাইজভান্ডারী (মাঃজিঃআ)।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মইনীয়া যুব ফোরামের সম্মানিত প্রধান উপদেষ্টা শাহ্জাদায়ে গাউছুল আযম সাইয়্যিদ মেহবুব-এ-মইনুদ্দীন আল্-হাসানী মাইজভান্ডারী এবং মইনীয়া যুব ফোরামের সম্মানিত সভাপতি শাহ্জাদায়ে গাউছুল আযম সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন আল্-হাসানী মাইজভান্ডারী।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের সম্মানিত খলিফা বৃন্দ এবং আশেকানে গাউছুল আযম মাইজভান্ডারীর আশেকান বৃন্দ, যারা আধ্যাত্মিক পরিবেশকে উজ্জ্বল ও প্রাণবন্ত করে তুলেছেন।
উৎসবের মাধ্যমে স্থানীয় ও আঞ্চলিক মুসলিম সম্প্রদায়ের মধ্যে একতা, ধর্মচেতনা ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির লক্ষ্য অর্জন করা হয়েছে।