মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আবদুল্লা আল মামুনের উদ্যোগে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৪টায় ব্রাহ্মণপাড়া প্রফেসর সেকান্দর আলী ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আবদুল্লা আল মামুন বলেন, "আমি এমপি নির্বাচিত হলে বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে কার্যকর ভূমিকা পালন করব। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করব।" তিনি আরও উল্লেখ করেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নে তিনি সর্বাত্মক কাজ করবেন।
আলোচনা সভার সভাপতি ছিলেন ব্রাহ্মণপাড়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি নেতা বাবুল হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন এনায়েত করিম, শামীমুল হামান, এডভোকেট মিতা ইয়াসমিন, দিদার হোসেন, মোঃ শরীফুল ইসলাম, মোঃ কিরন সাফি তাতী (কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক যুগ্ম আহবায়ক), কামাল হোসেন (জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি), লাভলু বিএনপি নেতা, শামীমুল হাসান, যুবদল নেতা ওমর ফারুকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
সভা শেষে আগত নেতৃবৃন্দ ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।