ঢাকা | বঙ্গাব্দ

বিএনপি বুড়িচং উপজেলা দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2025 ইং
বিএনপি বুড়িচং উপজেলা দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বুড়িচং উপজেলা দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ad728

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলা আনন্দ পাইলট সরকারি স্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ সম্মেলন আয়োজন করা হয়।

সম্মেলনে বুড়িচং উপজেলার ৮টি ইউনিয়নের মোট ৫৬৮ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।

সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। প্রধান বক্তা ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোঃ মোস্তাক মিয়া

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উদবাতুল বারী আবু, সভাপতি কুমিল্লা মহানগর বিএনপি,আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম, সদস্য সচিব কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি,আমিরুজ্জামান আমির, কুমিল্লা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক

এছাড়াও কেন্দ্রীয় বিএনপি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির অন্যান্য যুগ্ম আহ্বায়কবৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করেন।

সম্মেলনের সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা বিএনপির আহ্বায়ক ও চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান

উপস্থিত নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং আগামী আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ময়মনসিংহে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।

ময়মনসিংহে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।