অপপ্রচার ও হয়রানিমূলক মামলায় ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের ক্ষোভ
নিহারেন্দু চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
হয়রানিমূলক মামলা, হত্যার হুমকি আর ফেসবুকে অপপ্রচারের ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা।
রবিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব আয়োজিত এক সমাবেশে এ অভিযোগ তুলে ধরেন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের প্রতিনিধিরা।
সিনিয়র সাংবাদিক আ. ফ. ম. কাউসার এমরান বলেন, ফেসবুকে একাধিক পোস্টে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে এবং পরিবারকে নিয়ে কটূক্তি করা হয়েছে। অন্যদিকে সাংবাদিক আল মামুন অভিযোগ করেন, নিরপেক্ষ সংবাদ প্রকাশ করলেই তাকে রাজনৈতিক পরিচয়ে জড়ানোর চেষ্টা করা হয়।
বক্তারা জানান, জেলার বিভিন্ন উপজেলার অন্তত ২০ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক ও চাঁদাবাজিসহ নানা অভিযোগে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে কেউ কেউ ঘরছাড়া জীবন কাটাচ্ছেন, কেউ আবার কারাগারে রয়েছেন।
সমাবেশে এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য বলেন— ওসি ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া চাঁদাবাজির মামলা করতে পারেন না। সাংবাদিকদের উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করা হচ্ছে।
ইত্তেফাক প্রতিনিধি মোহাম্মদ আরজু বলেন— সাংবাদিকরা ক্রান্তিকাল অতিক্রম করছে, তাই ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।
এছাড়া বক্তারা ফেসবুকে সাংবাদিকদের বিরুদ্ধে চরিত্রহনন ও চাঁদাবাজিতে জড়িত কয়েকজনের নাম তুলে ধরে তাদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।