ঢাকা | বঙ্গাব্দ

কানাডায় প্রথমবারের মতো ঐতিহাসিক বিশ্বমানের দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 28, 2025 ইং
কানাডায় প্রথমবারের মতো ঐতিহাসিক বিশ্বমানের দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত। ছবির ক্যাপশন: কানাডায় বিশ্বমানের দাবা টুর্নামেন্ট।
ad728
কানাডায় প্রথমবারের মতো ঐতিহাসিক বিশ্বমানের দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত। 

আই শরিফ, আন্তর্জাতিক প্রতিবেদকঃ 

প্রথমবারের মতো একটি বিশ্বমানের ও অভিজাত দাবা টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এই ঐতিহাসিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন ছয় জন গ্র্যান্ডমাস্টার, এক ডজন আন্তর্জাতিক মাস্টার, বিশ্বের শীর্ষস্থানীয় মেয়ে দাবা খেলোয়াড়, ১২ বছরের কম বয়সী প্রতিযোগী এবং অনেক উচ্চাকাঙ্ক্ষী যুব প্রতিভা। 

টুর্নামেন্টের আয়োজন ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মাহমুদ হাসান (সহ-সংগঠক ও রোটারি ডিস্ট্রিক্ট ৭০৮০ এর সহকারী গভর্নর), জন ম্যাকলিন (রোটারি ক্লাব অফ ওয়েলফ ট্রিলিয়ামের নির্বাচিত সভাপতি), রবার্ট গিল্যান্ডার্স (CFC নির্বাহী পরিচালক) এবং ইমরান শরীফ (দাবা খেলোয়াড় ও CFC সদস্য)। 

টুর্নামেন্টের সকল খরচ বহন করেছেন ডজন ডজন স্পনসর ও অংশীদার, যার মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হলো: সিটি অফ ওয়েলফ (Gather Here), লিনামার কর্পোরেশন, গুয়েলফ পুলিশ বোর্ড, ফ্রাঙ্ক এম, ভ্যালেরিওট (SV Law), ইউনিভার্সিটি অফ ওয়েলফ, দ্য ইউনাইটেড ওয়ে, এসডব্লিউওসিএল, দ্য গ্রোভ ইয়ুথ হাবস, ক্লুনিস কনসাল্টিং, আরএলবি প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টস, নেইবারহুড গ্রুপ এবং ড্যানবি অ্যাপ্লায়েন্সেস। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েলফের মেয়র, এমপি, রোটারি জেলা গভর্নর, রোটারি সভাপতি ও অন্যান্য বিশিষ্ট অতিথিরা। রোটারি নেতারা শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং সমাপ্তি অনুষ্ঠানে রোটারি রাষ্ট্রপতির অনুপ্রেরণামূলক বক্তব্য শোনা যায়। 

এই টুর্নামেন্ট কেবল দাবা খেলোয়াড়দের জন্যই নয়, বরং ক্রীড়া ও যুব প্রতিভা উন্নয়নের ক্ষেত্রে কানাডার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। 


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
লাকসামে মাদকসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার।

লাকসামে মাদকসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার।