ঢাকা | বঙ্গাব্দ

কুমিল্লায় জমি সংক্রান্ত বিরোধে নৃশংস হত্যাকাণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2025 ইং
কুমিল্লায় জমি সংক্রান্ত বিরোধে নৃশংস হত্যাকাণ্ড ছবির ক্যাপশন: কুমিল্লায় জমি সংক্রান্ত বিরোধে নৃশংস হত্যাকাণ্ড
ad728

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

হোমনায় পেট কেটে রফিকুল ইসলাম বেঙ্গাকে হত্যা, এক অভিযুক্ত আটক

কুমিল্লার হোমনায় জমি দখল-বেদখল সংক্রান্ত বিরোধের জেরে ভয়াবহ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি দক্ষিণ পাড়ায় রফিকুল ইসলাম বেঙ্গা (৬৫) নামে এক ব্যক্তিকে পেট কেটে হত্যা করা হয়।

নিহত রফিকুল ইসলাম বেঙ্গা (৬৫) মৃত ছুনু মিয়ার ছেলে। প্রধান অভিযুক্ত অলেক মিয়া, মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ও নিহতের চাচাতো ভাই। ঘটনার পর স্থানীয়রা অলেক মিয়াকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

নিহতের স্ত্রী রাশিদা বেগম জানান, আমজাদ হোসেন, আবুল হোসেন, আমির আলী, কমিক মিয়াসহ তিন পরিবারের ১০-১২ জন মিলে ১০ লাখ টাকা বাজেট করে তার স্বামীকে হত্যার পরিকল্পনা করে। থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও তিনি স্বামীকে বাঁচাতে পারেননি। আজ সকালে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এরপর আবার তাদের বাড়িতেও হামলা চালানো হয়।

হোমনা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জায়গা-জমি দখল নিয়ে দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। মূল অভিযুক্তকে আটক করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জিয়াউর রহমানের অনুকম্পায় দু’একটি ইসলামী দল রাজনীতি করার সুয

জিয়াউর রহমানের অনুকম্পায় দু’একটি ইসলামী দল রাজনীতি করার সুয