ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় মসজিদ কমিটির নেতৃবৃন্দকে হত্যার হুমকি।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2025 ইং
পটিয়ায় মসজিদ কমিটির নেতৃবৃন্দকে হত্যার হুমকি। ছবির ক্যাপশন: পটিয়ায় মসজিদ কমিটির নেতৃবৃন্দকে হত্যার হুমকিদাতা।
ad728
পটিয়ায় মসজিদ কমিটির নেতৃবৃন্দকে হত্যার হুমকি। 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: 

পটিয়ার পাচুরিয়া  আকবর আলী চৌধুরী জামে মসজিদ মসজিদ পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেনসহ মসজিদ পরিচালনা কমিটি সাত সদস্যকে নানা ভাবে হত্যার হুমকি ধামকি, ভয়ভীতি প্রদর্শন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য ষ্টাডার্স দিয়ে প্রকাশ  আস্ফাল করার অভিযোগ পাওয়া গেছে।

এর প্রতিকার প্রার্থনা  করে বেলাল হোসেন বাদী হয়ে পুর্ব পাচুরিয়া জহির মেম্বার বাড়ির আবদুল খালেক এর পুএ মোহাম্মদ আবদুল মাবুদ এর বিরুদ্ধে পটিয়া থানায় জিডি নং ১৬১৮/২৫ ইং দায়ে করেছে। 

এ বিষয়ে বেলাল সহ  মসজিদ কমিটির সাত সদস্যগণ  বিগত কয়েকদিন আগে বিবাদী মোঃ আবদুল মাবুদ কাছে জানতে চাইলে সে আরোও কুরুচির মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দেন। 

এমনকি মসজিদ পরিচালনা কমিটি সভাপতি হাজী আবু সিদ্দিককে শারীরিক লাঞ্চিত করাসহ ঐ চক্রটি বিভিন্নভাবে অপ প্রচার করলে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে মো: ফরিদ উদ্দীন বাদী হয়ে গত ১৪ জুন পটিয়া থানায় আরোও একটি জিডি নং ৭৩৯/২৫ ইং দায়ে করেন। 
এতে বিবাদী করা হয় আবদু সোবহান সহ ৪ জনের বিরুদ্ধে।  

মুলত মসজিদ নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার করতে এ চক্রটি বিভিন্নভাবে হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন নানান অপ প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করে এর শাস্তির দাবি জানান জানান মসজিদ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলালসহ মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। 

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যশোরের কেশবপুরে হরিহর নদী পরিষ্কারে কেশবপুরে স্বেচ্ছাসেবী উদ

যশোরের কেশবপুরে হরিহর নদী পরিষ্কারে কেশবপুরে স্বেচ্ছাসেবী উদ