ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচন কমিশন গঠনে অবস্থান পরিবর্তন বিএনপি'র।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2025 ইং
নির্বাচন কমিশন গঠনে অবস্থান পরিবর্তন বিএনপি'র। ছবির ক্যাপশন: নির্বাচন কমিশন গঠনে আগের অবস্থান থেকে সরে এল বিএনপি।
ad728
নির্বাচন কমিশন গঠনে আগের অবস্থান থেকে সরে এল বিএনপি। 

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টারঃ 

বিএনপি অবশেষে নির্বাচন কমিশন (ইসি) গঠনে তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে। বুধবার (২৩ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৮তম দিনের বৈঠকে এ পরিবর্তনের ইঙ্গিত দেয় দলটি। 

শুরুতে শুধুমাত্র আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের পক্ষে থাকলেও এবার তারা সংবিধানে তা অন্তর্ভুক্ত করার প্রস্তাবে সম্মত হয়েছে। 

তবে সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং ন্যায়পাল নিয়োগের বিষয়ে বিএনপি এখনও আগের অবস্থানে অনড় রয়েছে।

বৈঠকে আলোচ্য বিষয় ছিল সংবিধিবদ্ধ ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের নিয়োগ প্রক্রিয়া। বেশিরভাগ রাজনৈতিক দল এসব প্রতিষ্ঠানে নিয়োগের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিলেও বিএনপি কেবলমাত্র নির্বাচন কমিশনের ক্ষেত্রে ছাড় দিয়েছে।

বিএনপি প্রস্তাব করেছে, নির্বাচন কমিশনের জন্য গঠিত সিলেকশন কমিটির সদস্য সংখ্যা ৭ জন থেকে কমিয়ে ৫ জন করা হোক। কমিটির প্রস্তাবিত গঠনেও পরিবর্তনের সুপারিশ করেছে দলটি। 

তাদের মতে, সিলেকশন কমিটিতে থাকবেন * সংসদ নেতা (প্রধানমন্ত্রী),* জাতীয় সংসদের স্পিকার, * প্রধান বিরোধী দলীয় নেতা, বিরোধী দলের প্রস্তাবে মনোনীত ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতির একজন প্রতিনিধি।

বিএনপি নেতাদের মতে, এই কাঠামো অধিকতর ভারসাম্যপূর্ণ ও নিরপেক্ষ নিয়োগ নিশ্চিত করতে সহায়ক হবে।

দলের প্রতিনিধিরা বৈঠকে বলেন, “নির্বাচন কমিশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এর নিরপেক্ষতা ও কার্যকারিতা নিশ্চিত করতে হলে নির্বাচন কমিশনের গঠন ও নিয়োগ পদ্ধতিকে শুধু আইনে নয়, সংবিধানেই সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত করতে হবে। 

তবে বাকি চারটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানকে নিয়ে যে প্রস্তাব এসেছে, সেটি এখনো আমাদের বিবেচনার বাইরে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির এই অবস্থান কিছুটা নমনীয়তা প্রকাশ করলেও সামগ্রিকভাবে দলটি এখনো তাদের কৌশলগত চাপ ধরে রাখছে। 

নির্বাচন কমিশন নিয়ে সরকারি দল ও বিরোধীদের মাঝে যে দীর্ঘদিনের মতপার্থক্য ছিল, তা মেটাতে এই সিদ্ধান্ত কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

জাতীয় ঐকমত্য কমিশনের এই সংলাপের মাধ্যমে দেশে একটি টেকসই ও গ্রহণযোগ্য রাজনৈতিক সংস্কৃতির সূচনা হবে বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্ট মহল।

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোস্তাকিন হোসেন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরব প্রবাসী রুবেলের হোসেন লাশ নিয়ে বাড়ী ফেরার পথে আরোও

সৌদি আরব প্রবাসী রুবেলের হোসেন লাশ নিয়ে বাড়ী ফেরার পথে আরোও