ঢাকা | বঙ্গাব্দ

মানিকগঞ্জের সুবর্ণ সারথি ইকাবাল হোসেন কচির শ্রাবণ বিকেল আড্ডা।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2025 ইং
মানিকগঞ্জের সুবর্ণ সারথি ইকাবাল হোসেন কচির শ্রাবণ বিকেল আড্ডা। ছবির ক্যাপশন: মানিকগঞ্জে ইকাবাল হোসেন কচির শ্রাবণ বিকেল আড্ডা।
ad728
মানিকগঞ্জের সুবর্ণ সারথি ইকাবাল হোসেন কচির শ্রাবণ বিকেল আড্ডা। 

মো. নজরুল ইসলামঃ 

মানিকগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় আমাদের সুবর্ণ সারথি ইকাবাল হোসেন কচি ভাইয়ের সাথে ৯ আগস্ট, বিকেলে বান্দুটিয়া মানিকগঞ্জ যাদুঘর মিলনায়তনে শ্রাবণ বিকেলের আড্ডা অনুষ্ঠিত হয়। 

অধ্যাপক মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও উন্নয়নকর্মী বিমল চন্দ্র রায় এর সঞ্চালনায় এ আড্ডায় অংশগ্রহণ করেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের জেলা সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার, লেখক ও গবেষক দিলওয়ার হাসান দিলু, লেখক ও সাংবাদিক অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ নান্নু, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সহসভাপতি কমরেড লুৎফর রহমান ইলিচ, প্রকৃতিপ্রেমী মো. আজহার উদ্দিন, ডাঃ ভজন কৃষ্ণ বনিক, সুবীর  কুমার দে, বিলকিস রেজা পরাগ, আজিজুর নাহার আঁখি  ও মো. নজরুল ইসলাম প্রমুখ। 

আলোচনায় একজন চিরকুমার সমাজকর্মী, রাজনৈতিক সচেতন,প্রগতির পথপ্রদর্শক আজীবন বিপ্লবের নিবেদিত সৈনিক একজন ইকবাল হোসেন কচির সাথে বৈকালিক আড্ডায় তাঁর জীবন ও কর্মের সাথে আমাদের বৈচিত্র্যময় পারস্পরিক আন্তসম্পর্কের এক বিশাল সেতুবন্ধনের গল্প উঠে আসে। 

তাঁর জীবন ও কর্মের সাথে আমাদের সমাজ সংস্কৃতি সভ্যতার পরিবর্তনের ইতিবাচক ভূমিকা রয়েছে। একটি প্রগতিশীল অসাম্প্রদায়িক শোষণ মুক্ত সামাজিক মালিকানার সমাজ বিনির্মানে সমাজে এরকম আরও কচিভাই দরকার। আসুন প্রগতির চর্চা করি, কচিভাইদের আদর্শের পথ চলি।

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
চিলমারীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

চিলমারীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।