ঢাকা | বঙ্গাব্দ

প্রবাসী ভোটাধিকার স্পষ্ট বিবৃতি চাই।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2025 ইং
প্রবাসী ভোটাধিকার স্পষ্ট বিবৃতি চাই। ছবির ক্যাপশন: প্রবাসী ভোটাধিকার স্পষ্ট বিবৃতি চাই।
ad728
প্রবাসী ভোটাধিকার স্পষ্ট বিবৃতি চাই। 

আবু নাসের মহিউদ্দিন, কুয়েত প্রতিনিধিঃ 

প্রধান নির্বাচন কমিশনারের কাছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশীদের পূর্ণ ভোটাধিকারের দাবি। 
 
সারা বিশ্বে ছড়িয়ে থাকে দেড় কোটিরও বেশি প্রবাসীর পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে। 
কিন্তু আমার গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোটাধিকারের ব্যাপারে এখনো নির্বাচন কমিশন কোন কার্যকরী উদ্যোগ বা রোডম্যাপ প্রকাশ করেনি। 
রাজনৈতিক দল ও কারিগরি বিশেষজ্ঞদের সাথে কয়েক দফা আলোচনার পর নির্বাচন কমিশন সিদ্ধান্ত উপনীত হচ্ছে যে শুধু কয়েকটি দেশে সীমিত পাইলট আকারে প্রবাসীদের জন্য ভোটের আয়োজন করা হবে। 

এছাড়াও রাজনৈতিক ঐক্য হয়নি এই অজুহাতে প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া এখনো শুরুর কোন নির্দেশনা নেই। 
 
অথচ আমরা প্রবাসীরা জুলাই বিপ্লবে প্রবাস থেকে সক্রিয় ভূমিকা রেখেছি। আমারা বাংলাদেশে প্রতি মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়ে সচল রেখেছি দেশের অর্থনীতির চাকা।  
এই রেমিটেন্স দেশে আমার বাবা-মা-পরিবারকে সচ্ছলতা দেয়,  স্কুল-মাদ্রাসা-মসজিদ তৈরিতে ভূমিকা রাখে, আবাসন নির্মাণ করে, সর্বোপরি গ্রামীণ অর্থনীতিকে টিকিয়ে রাখে।
তবুও – আজ আমার পূর্ণ ভোটাধিকার নেই।
 
নির্বাচনের আয়োজনের জন্য যথেষ্ট সময় হাতে থাকার পরও এই সীমিত পাইলট আকারে ভোটের আয়োজন ঘোষনা আমাদের জন্য মেনে নেয়া অসম্ভব। 
বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে এখন একটি ঐতিহাসিক সুযোগ এসেছে কার্যকরী পদক্ষেপ নেয়া যাতে প্রবাসীরা তাদের পূর্ণ ভোটাধিকার পেতে পারে। 

আমরা প্রবাসী ও অভিবাসী পরিশদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে তিনটি স্পষ্ট দাবি তুলে ধরছি। আমাদের প্রথম দাবি-
প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে, এবং এই প্রক্রিয়ার একটি সুস্পষ্ট রোডম্যাপ ১৪ই আগস্টের মধ্যে নির্বাচন কমিশনকে ঘোষণা করতে হবে। 
দ্বিতীয় দাবি- 
পোস্টাল ব্যালটে বা অনলাইনে প্রদত্ত ভোট যেন সময়মতো এবং স্বচ্ছতার সাথে গণনায় অন্তর্ভুক্ত হয় তা নিশ্চিত করতে হবে। 
তৃতীয় দাবি- 
প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করার জন্য একটি স্থায়ী উচ্চপর্যায়ের কারিগরি কমিটি গঠন করতে হবে যা ২০২৬ পরবর্তী নির্বাচনগুলো নিয়েও দীর্ঘ মেয়াদে কাজ করবে ।
 
এই দাবি পৃথিবীজুড়ে ছড়িয়ে থাকা হাজারো প্রবাসী একমত, আশা করি আপনি নির্বাচন প্রস্তুতি কেন্দ্রিক কার্যক্রমে এর প্রতিফলন ঘটাবেন প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন হবে।

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
বিয়ের দাবিতে রায়গঞ্জে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অন

বিয়ের দাবিতে রায়গঞ্জে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অন