ঢাকা | বঙ্গাব্দ

“তিতাস গ্যাস কর্তৃপক্ষকে সতর্ক: অবসরপ্রাপ্তদের ট্রেড ইউনিয়ন নেতৃত্ব আইন বহির্ভূত”

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 8, 2025 ইং
“তিতাস গ্যাস কর্তৃপক্ষকে সতর্ক: অবসরপ্রাপ্তদের ট্রেড ইউনিয়ন নেতৃত্ব আইন বহির্ভূত” ছবির ক্যাপশন: “তিতাস গ্যাস কর্তৃপক্ষকে সতর্ক: অবসরপ্রাপ্তদের ট্রেড ইউনিয়ন নেতৃত্ব আইন বহির্ভূত”
ad728
মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

ঢাকা, ৮ ডিসেম্বর ২০২৫
তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসি তে ট্রেড ইউনিয়ন ও সিবিএ কার্যক্রমে অবসরপ্রাপ্ত বা বহিরাগত ব্যক্তিদের অংশগ্রহণ নিয়ে গঠনমূলক সতর্কবার্তা জারি করা হয়েছে। শ্রম আইন ২০০৬-এর সংশোধনী এবং ১৭ নভেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত বাংলাদেশ গেজেট অনুযায়ী, কোনও প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন গঠনের ক্ষেত্রে শুধুমাত্র সেই প্রতিষ্ঠানে নিয়োজিত বা কর্মরত ব্যক্তিই ইউনিয়নের সদস্য বা কর্মকর্তা হিসেবে নির্বাচিত হওয়ার অধিকার রাখবেন।

তবে দীর্ঘদিন ধরে তিতাস গ্যাসে অবসরপ্রাপ্ত কর্মচারীরা ট্রেড ইউনিয়নের কার্যক্রমে অংশগ্রহণ করে আসছিলেন, যা শ্রম আইনের দিক থেকে অনিয়ম হিসেবে গণ্য হচ্ছে।

শ্রম আইন ২০০৬ (সন্নিবেশিত ২০১৩), ধারা ১৮০(১) খ অনুযায়ী, যে প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন গঠন করা হয়েছে, সেখানে কর্মরত নয় এমন ব্যক্তিরা ইউনিয়নের সদস্য বা কর্মকর্তা হতে পারবেন না।

রাষ্ট্রায়ত্ব শিল্প ক্ষেত্রে শুধু কার্যনির্বাহী কমিটির ১০ শতাংশ পর্যন্ত অবসরপ্রাপ্ত বা বহিরাগত সদস্য নির্বাচিত হওয়ার শর্ত থাকলেও, ১৭ নভেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত অধ্যাদেশ নং-৬৫/২০২৫ অনুযায়ী, এই শর্ত বিলুপ্ত করা হয়েছে।

এর ফলে, তিতাস গ্যাসে অবসরপ্রাপ্ত বা বহিরাগতদের দ্বারা ট্রেড ইউনিয়নের নেতৃত্ব দেওয়া শ্রম আইনের পরিপন্থী বিবেচিত হবে।

কর্মচারীদের পক্ষ থেকে মানব সম্পদ বিভাগের মাধ্যমে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানানো হয়েছে, যদি ভবিষ্যতে অবসরপ্রাপ্ত বা বহিরাগত কর্মচারীদের নেতৃত্বে ট্রেড ইউনিয়ন পরিচালনা করা হয়, তবে এটি শ্রম আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জবাবদিহিতার আওতায় আসবেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে সতর্কবার্তা জারি করে বলা হয়েছে যে, আইনগত জটিলতা এবং বিশৃঙ্খলা এড়াতে অবিলম্বে নিয়মিত কর্মচারীদের মধ্য থেকেই ট্রেড ইউনিয়নের নেতৃত্ব গঠন নিশ্চিত করতে হবে।

এই সতর্কবার্তা অনুযায়ী তিতাস গ্যাসের প্রশাসন উপযুক্ত পদক্ষেপ গ্রহণে বাধ্য।

মানব সম্পদ বিভাগ নিশ্চিত করবে যে, ট্রেড ইউনিয়নের কার্যক্রম শ্রম আইনের বিধি অনুযায়ী পরিচালিত হবে।ভবিষ্যতে অবসরপ্রাপ্ত বা বহিরাগত কর্মচারীরা ইউনিয়নের নেতৃত্বে অংশগ্রহণ করতে পারবেন না।

এ বিষয়ে অবগতির জন্য এই অফিস নোটিশ পাঠানো হয়েছে: অনুলিপিতে যাদের বরাবর :মহাপরিচালক, শ্রম অধিদপ্তর, ১৯৬ শহীদ নজরুল ইসলাম সরণি, বিজয় নগর, ঢাকা-১০০০ ,চেয়ারম্যান, পেট্রোবাংলা, পেট্রোসেন্টার ৩, কাওরানবাজার, ঢাকা-১২১৫ ,মহাব্যবস্থাপক (প্রশাসন), তিতাস গ্যাস
উপ-মহাব্যবস্থাপক (কর্মচারী সম্পর্ক বিভাগ), তিতাস গ্যাস কে অনুলিপিতে অবগত করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লক্ষ্মীপুর প্রেসক্লাবে হেযবুত তওহীদের রাষ্ট্র গঠনে গোলটেবিল

লক্ষ্মীপুর প্রেসক্লাবে হেযবুত তওহীদের রাষ্ট্র গঠনে গোলটেবিল