ঢাকা | বঙ্গাব্দ

সিলেটের রেলপথ সংস্কার ও নতুন ট্রেন চালুর দাবিতে শ্রীমঙ্গল রেলস্টেশন মানববন্ধন।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2025 ইং
সিলেটের রেলপথ সংস্কার ও নতুন ট্রেন চালুর দাবিতে শ্রীমঙ্গল রেলস্টেশন মানববন্ধন। ছবির ক্যাপশন: শ্রীমঙ্গল রেলস্টেশন মানববন্ধন।
ad728
সিলেটের রেলপথ সংস্কার ও নতুন ট্রেন চালুর দাবিতে শ্রীমঙ্গল রেলস্টেশন মানববন্ধন।


অন্তর মিয়া, 
মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

সিলেট  রেলপথের সংস্কার এবং সিলেট হতে ঢাকা ও সিলেট হতে কক্সবাজার রুটে নতুন ট্রেন চালুসহ আট দফা দাবিতে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এক বিশাল  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার শ্রীমঙ্গলের সর্বস্তরের নাগরিকবৃন্দ এই কর্মসূচির আয়োজন করেন।

মানববন্ধনে বক্তারা, সিলেট-আখাউড়া রেললাইনের সংস্কার, আধুনিক সুযোগ-সুবিধাসহ নতুন ট্রেন চালু এবং যাত্রীসেবার মান উন্নয়নের ৮ দফা  দাবি জানান দাবি সমুহগুলি হলোঃ- 

১,সিলেট টু ঢাকা ও সিলেট টু কক্সবাজার রেলপথে দুটি স্পেশাল ট্রেন চালু। 

২,আখাউড়া টু সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েল গেজ ডাবল লাইনের উন্নতি করণ। 

৩,আখাউড়া টু সিলেট সেকশনে সকল বন্ধ স্টেশন চালু করণ।

৪,আখাউড়া টু সিলেট সেকশনে একটি লোকাল ট্রেন চালু করণ।

৫,কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্দকৃত আসন সংখ্যা বৃদ্ধি করণ।

৬,সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনি ও পারাবত ট্রেনের আজমপুরের পর ঢাকা অভিমুখী  সকল স্টেশনের যাত্রা বিরতি প্রত্যাহার। 

৭,সিলেটের সাথে চলাচলকারী ট্রেনের সিডিউল বিপর্যয় রোধে ক্রুটি মুক্ত ইঞ্জিন যুক্ত করা।

৮,যাত্রীদের চাহিদা অনুপাতে প্রতিটি টেনে অতিরিক্ত বগি সংযোজন করণ। 

এবং তারা আরও বলেন, এই রুটে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে উক্ত অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এবং তাদের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য রেল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। 

মানববন্ধন শেষে একটি স্মারকলিপি স্থানীয় রেলওয়ে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানান।

এই আন্দোলনের মাধ্যমে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, তাদের ৮ দফা দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং রেল সেবার উন্নতি ঘটবে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়