ঢাকা | বঙ্গাব্দ

এক সপ্তাহ আগে ধামইরহাট থেকে চুরি হওয়া ট্রাক ঢাকায় উদ্ধার; গ্রেফতার-২।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2025 ইং
এক সপ্তাহ আগে ধামইরহাট থেকে চুরি হওয়া ট্রাক ঢাকায় উদ্ধার; গ্রেফতার-২। ছবির ক্যাপশন: উদ্ধারকৃত ট্রাকসহ গ্রেফতার ২।
ad728
এক সপ্তাহ আগে ধামইরহাট থেকে চুরি হওয়া ট্রাক ঢাকায় উদ্ধার; গ্রেফতার-২। 

গোলজার রহমান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ 

নওগাঁর ধামইরহাটে টিএনটি এলাকার ভাইভাই বেডিং স্টোরের সামনে থেকে একটি ট্রাক চুরি হওয়ার এক সপ্তাহের মধ্যে ঢাকার মধুমতী মডেল টাউন থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। 

রোববার (২৭ জুলাই) দুপুর বারোটার সময় ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বাকিদের গ্রেফতারের প্রস্তুতি চলছে। 

গ্রেফতারকৃতরা হলেন পৌরসভার দক্ষিণ চকযদু এলাকার আব্দুল খালেকের ছেলে আবু ইউসুফ (২৪) ও জয়পুরহাটের কালাই উপজেলার নানাহার গ্রামের জাহিদুল ইসলামের ছেলে তাইফুল ইসলাম (৩৫)। ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। 

ট্রাকের মালিক আলমগীর হোসেন বলেন, ‘অনেক কষ্ট করে ট্রাকটি কিনেছিলাম। চুরি হয়ে যাওয়ার পর কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি। এরপর বিষয়টি ওসিকে জানানো হলে তিনি বলেন, যেভাবেই হোক আপনার ট্রাকটি উদ্ধার করতেই হবে। তা না হলে এলাকায় এ ধরনের ঘটনা আরও ঘটবে। এরপর ট্রাকটি উদ্ধার করেন তিনি।’

ওসি ইমাম জাফর বলেন, ‘শনিবার (১৯ জুলাই) ভোরে উপজেলার টিএনটি এলাকা থেকে একটি ট্রাক চুরি হয়। এরই প্রেক্ষিতে থানায় একটি মামলা দায়ের করা হলে, মামলার উপর ভিত্তি করে তদন্তের সময় ওই চক্রের দুই যুবককে গ্রেফতার করা হয়। এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার (২৬ জুলাই) ভোরে ঢাকার মধুমতী মডেল টাউন এলাকা থেকে চুরি হওয়া ট্রাকটি উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘এই চক্ররা দলবদ্ধ ভাবে কাজ করে। একজন চুরি করে মাঝপথে হাত বদল করে অন্য একজনকে দেয়। তাঁরা আবার কিছুদুর গিয়ে আরেকজনকে দেয়। গাড়ির নাম্বার প্লেট পরিবর্তন করে এভাবে চুরি করা ট্রাকটি হাত বদলের মাধ্যমে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। এবং পরবর্তীতে বিভিন্ন যন্ত্রাংশ বিক্রি করে সেই অর্থ তারা সংগ্রহ করতো বলে জানান’ 

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
নিউইয়র্কে আততায়ীর বন্দুক হামলায় বাংলাদেশীসহ নিহত ৪।

নিউইয়র্কে আততায়ীর বন্দুক হামলায় বাংলাদেশীসহ নিহত ৪।