ঢাকা | বঙ্গাব্দ

চিলমারীতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2025 ইং
চিলমারীতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু। ছবির ক্যাপশন: চিলমারীতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু।
ad728
চিলমারীতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু।  

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 
কুড়িগ্রামের চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে বিপ্লব মিয়া" (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

৩১শে আগস্ট, রোববার বিকাল আনুমানিক ৩টার দিকে উপজেলার রমনা ইউনিয়নের "ভট্ট পাড়া" গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা বলেন, আজ বিকেল আনুমানিক ৩টার দিকে, বিপ্লব মিয়া ঝাঁকি জাল (মুট জাল) নিয়ে নদীতে মাছ ধরতে নামেন। এ সময় সে নদীর তীব্র স্রোতের মধ্যে তলিয়ে যান। পরে আর তাকে খুজে পাওয়া যায়নি। 
১ঘন্টা পরে, নদের ডুবে যাওয়া স্থান থেকে একটু দূরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। 

নিহত বিপ্লব মিয়া, রমনা ইউনিয়নের জোড়গাছ সাতঘরি পাড়ার শামছুল হকের ছেলে। 

এ বিষয়ে চিলমারী নৌ-পুলিশের ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্থানীয় লোকজন ও স্বজনদের সহায়তায় আমরা তার মরদেহ উদ্ধার করেছি এবং আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। 


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
নরসিংদীতে কাপড়ের দোকানদারকে কুপিয়ে হত্যা।

নরসিংদীতে কাপড়ের দোকানদারকে কুপিয়ে হত্যা।