ঢাকা | বঙ্গাব্দ

সলঙ্গায় শিশু ধর্ষক আটক।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2025 ইং
সলঙ্গায়  শিশু ধর্ষক আটক। ছবির ক্যাপশন: সলঙ্গায় আটক শিশু ধর্ষক ছামাদ।
ad728
সলঙ্গায়  শিশু ধর্ষক আটক। 

শাহরিয়ার মোরশেদ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ 


সিরাজগঞ্জের সলঙ্গায় ৭০ বছরের বৃদ্ধের হাতে ১০বছরে শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে।

২৮ আগষ্ট, বৃহস্পতিবার  উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের মাছিয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ধর্ষক ছামাদ (৭০) কে আটক করেছে সলঙ্গা থানার পুলিশ।

আটক আব্দুস সামাদ (৭০) মাছিয়াকান্দি এলাকার মৃত আব্দুল ছালামের ছেলে। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে শিশুটি স্কুল থেকে ফেরার পথে ৫০টাকার লোভ দেখিয়ে একটি শ্যালো মেশিন ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। ধর্ষণের পরে শিশুটি বাসায় এসে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে স্বজনদের ধর্ষণের বিষয়টি জানায়।

শুক্রবার (২৯ আগস্ট)   বিকেলে শিশুটির মা বাদি হয়ে সলঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ তাত্ক্ষণিক ধর্ষককে আটক করেন।

এ ঘটনায়, সলঙ্গা থানার এসআই শহিদুল ইসলাম জানান, ধর্ষনের অভিযোগে ধর্ষককে আটক করা হয়েছে। এবং মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে বিএনপি নেতা মিলু

মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে বিএনপি নেতা মিলু