ঢাকা | বঙ্গাব্দ

নীলফামারীতে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ গাঁজার গাছ উদ্ধার।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2025 ইং
নীলফামারীতে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ গাঁজার গাছ উদ্ধার। ছবির ক্যাপশন: নীলফামারীতে উদ্ধারকৃত গাঁজার গাছ।
ad728
নীলফামারীতে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ গাঁজার গাছ উদ্ধার। 

নাজমুল হুদা, নীলফামারীঃ 

নীলফামারীর কিশোরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দেলোয়ার হোসেন (৪০) নামে এক যুবকের বাড়ির উঠান থেকে দেশীয় অস্ত্রসহ আনুমানিক ২৫ ফিট  দুটি গাঁজার গাছ উদ্ধার করেছে সেনাবাহিনী।

রবিবার (১৩ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার সদর ইউনিয়নের রুপালি কেশবা গ্রামে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। দেলোয়ার হোসেন ওই গ্রামের মৃত রহিম উদ্দিনের ছোট ছেলে। 

জানা যায়, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে তার নিজ বাড়ির উঠানে গাঁজা চাষ করছিলেন। সেনাবাহিনী পুলিশের সহায়তায় গোপন সংবাদের অভিযান চালিয়ে তার বাড়ির উঠান থেকে আনুমানিক একটি ১৫ ও অপরটি ১০ ফিট গাজার গাছ উদ্ধার করেন। এসময়ে তার বাড়িতে তল্লাশি চালিয়ে কয়েকটি দেশীয় অস্ত্র, ড্রোন ও বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি উদ্ধার করা হয় ।এতে অভিযানের নেতৃত্ব দেন সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আটলারি ইউনিটের লেফটেন্যান্ট জাবেদ আল শাহরিয়ার। 

এবিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দেলোয়ার হোসেন নামে একজনের বাড়িতে অভিযান চালিয়ে দুটি গাজার গাছ উদ্ধার করা হয়েছে।এসময়ে তার বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি করে দেশীয় অস্ত্রসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র পাওয়া যায়। অভিযানের সময়ে ওই বাড়ির লোকজন আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রেসক্লাবের সামনে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ

প্রেসক্লাবের সামনে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ