ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ প্রকাশের জেরে করা মামলায় দুই সাংবাদিকের জামিন
নিহারেন্দু চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে দায়ের হওয়া মামলায় দুই সাংবাদিক জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালত দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মো. ফজলে রাব্বি ও আরটিভির প্রতিনিধি সাদ্দাম হোসেনের জামিন মঞ্জুর করেন।
গত ৭ আগস্ট সংবাদ প্রকাশের পর ১২ আগস্ট চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সাত্তার বাদী হয়ে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও মানহানির মামলা দায়ের করেন।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন। সাংবাদিক নেতারা বলেন, সত্য প্রকাশের কারণে হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, তবে তারা দায়িত্বশীল সাংবাদিকতা চালিয়ে যাবেন।