ঢাকা | বঙ্গাব্দ

দিনাজপুরের হাকিমপুর হিলিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী যুব সমাবেশ অনুষ্ঠিত।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2025 ইং
দিনাজপুরের হাকিমপুর হিলিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী যুব সমাবেশ অনুষ্ঠিত। ছবির ক্যাপশন: দিনাজপুরের হাকিমপুর হিলিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী যুব সমাবেশ।
ad728
দিনাজপুরের হাকিমপুর হিলিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী যুব সমাবেশ অনুষ্ঠিত।

হিলি, দিনাজপুর প্রতিনিধিঃ 

২০ আগষ্ট, বুধবার সকালে হাকিমপুর উপজেলা জামায়াতের উদ্যোগে দলীয় কার্যালয়ে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

হাকিমপুর উপজেলা আমীর মো:আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ সাইদুল ইসলাম সৈকত। 

আরও বক্তব্য রাখেন,হাকিমপুর উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলাম, সাবেক আমীর মোঃ তাজুল ইসলাম, উপজেলা সেক্রেটারী মোঃ জাহিদুল ইসলাম, হাকিমপুর পৌর যুব বিভাগের সভাপতি আহমেদ আরাফাত হোসেন। 

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন এবং পৌরসভার যুব বিভাগের বিভিন্ন নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, আগামীর সংসদ পরিচালিত হবে কোরআনের আইন দ্বারা। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।ন্যায় ও ইনসাফ এবং জবাবদিহিতা মূলক রাষ্ট্র গঠনে যুবকদের এগিয়ে আসার আহবান জানানো হয়। 


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহ গ্রেফতার।

বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহ গ্রেফতার।