শ্রীমঙ্গলে ভূমি সেবা সহায়তা কেন্দ্র-২ এর জমকালো উদ্বোধন।
অন্তর মিয়া।
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
শ্রীমঙ্গল, আজ ৩১ জুলাই ২০২৫-ইং শ্রীমঙ্গলবাসীর জন্য ভূমি সংক্রান্ত সকল সেবা আরও সহজ, স্বচ্ছ এবং হাতের নাগালে নিয়ে আসতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ভূমি সেবা সহায়তা কেন্দ্র-২ (মেসার্স রবি এন্টারপ্রাইজ)।
৩১ জুলাই, বৃহস্পতিবার দুপুর ১টায় শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ মনোরঞ্জন বাবুর বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অত্যাধুনিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে এই সেবা কেন্দ্রের উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি জোর দিয়ে বলেন, “ভূমি সংক্রান্ত যেকোনো সেবা এখন থেকে এই কেন্দ্র থেকে আরও সহজে, নির্ভরযোগ্যভাবে এবং সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে। আমরা নিশ্চিত করব সরকারি নির্ধারিত ফি’র বিনিময়ে সঠিক ও ডিজিটাল সেবা প্রদান করা হবে।” তাঁর এই মন্তব্য ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকারের প্রতিধ্বনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি অফিসের নাজির মোঃ আব্দুল বাছির এবং বিপুল সংখ্যক সাধারণ সেবা প্রত্যাশী, যারা এই নতুন উদ্যোগের প্রতি তাদের উৎসাহ প্রকাশ করেন।
রবি এন্টারপ্রাইজের কর্ণধার মো. রবি উদ্দিন তাঁর বক্তব্যে কেন্দ্রের মূল লক্ষ্য তুলে ধরেন। তিনি বলেন, “আমাদের প্রধান উদ্দেশ্য হলো সরকারি ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এর মাধ্যমে মানুষ দালালচক্রের হয়রানি ছাড়াই স্বচ্ছ ও নির্ভরযোগ্যভাবে সেবা গ্রহণ করতে পারবে।” তাঁর এই বক্তব্য ভূমি সেবার ক্ষেত্রে একটি দীর্ঘদিনের সমস্যার সমাধানের ইঙ্গিত দেয়।
এই ভূমি সেবা সহায়তা কেন্দ্র থেকে অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, খতিয়ান ও ম্যাপ সংগ্রহ সহ নানা ধরণের আধুনিক ডিজিটাল ভূমি সেবা প্রদান করা হবে। এই যুগান্তকারী উদ্যোগ শ্রীমঙ্গলের ভূমি সেবায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে বলে আশা করা হচ্ছে।
এসময়/