ঢাকা | বঙ্গাব্দ

বিএনপির গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2025 ইং
বিএনপির গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ। ছবির ক্যাপশন: বিএনপির গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ।
ad728
বিএনপির গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ। 

মাহিদুল ইসলাম ফরহাদ,
জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে গণসংযোগ কার্যক্রমের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়েছে।

রবিবার  (২৭ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভারমডার্ন মার্কেট, সবজি বাজার, মাছ বাজার, লিফলেট বিতরণ করেন বাংলাদেশ  জাতীয়তাবাদী দল   চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। কর্মসূচিতে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি কামরুল আরেফিন বুলু,পৌর বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামান মুক্তা,সদর থানা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, আব্দুস সালাম সদস্য জেলা বিএনপি ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক ও সাবেক  এমপি মঞ্জুর হোসেনের ভাতিজা  সৈয়দ আতাউর হোসেন  মিলন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

 দেশে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, লাগামহীন দ্রব্যমূল্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির ৩১ দফা কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। তারা বলেন, সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণের মাধ্যমে তারা চলমান আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন।

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মোহনপুরে হাটরায় এমপি প্রার্থী রায়হানের পথসভা ও গাছের চারা

মোহনপুরে হাটরায় এমপি প্রার্থী রায়হানের পথসভা ও গাছের চারা