ঢাকা | বঙ্গাব্দ

মাইজভাণ্ডার দরবার শরীফের পীর সাহেব অসাধারণ ব্যস্ততা ও ঐক্য প্রক্রিয়ায় অবিচল অংশগ্রহণ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2025 ইং
মাইজভাণ্ডার দরবার শরীফের পীর সাহেব অসাধারণ ব্যস্ততা ও ঐক্য প্রক্রিয়ায় অবিচল অংশগ্রহণ ছবির ক্যাপশন: মাইজভাণ্ডার দরবার শরীফের পীর সাহেব অসাধারণ ব্যস্ততা ও ঐক্য প্রক্রিয়ায় অবিচল অংশগ্রহণ
ad728


 মোঃ শাহজাহান বাশার ,সিনিয়র স্টাফ রিপোর্টার 

 ২০ আগস্ট ২০২৫ – সম্প্রতি মাইজভাণ্ডার দরবার শরীফের বর্তমান মধ্যমণি ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর চেয়ারম্যান, নবী (দ.)-এর ৩১তম নূরানী আওলাদ হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী এক অনবিচল প্রজ্ঞা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ধর্মীয় ও ঐক্যবদ্ধ কাজগুলোতে অংশগ্রহণ করছেন।

তিনি ঢাকা ইউনাইটেড হাসপাতালে দুই সপ্তাহ ভর্তি থাকার পরও নিরবিচ্ছিন্নভাবে ছারছিনা দরবারে চারদিনব্যাপী ওরশ শরীফ পরিচালনা করেছেন। এরপর স্বীয় পিতার ওরশ শরীফের সমাপনী অনুষ্ঠানে হাজারো আশেকানদের উপস্থিতিতে আয়োজন সম্পন্ন করে আবারও ঐক্য প্রক্রিয়ার বৈঠকে যোগদান করতে রাজধানীর উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। ঢাকায় পৌঁছে কোনো বিশ্রাম ছাড়াই সরাসরি ছারছিনা পীর সাহেবের বাসায় দীর্ঘ মিটিংয়ে অংশগ্রহণ করেছেন।

বর্তমানে তিনি মিরপুর খানকা শরীফে উনার মধ্যস্থতায় আল্লামা নূরী সাহেব ও অপর পক্ষের বিবাদ মিটানোর বৈঠকে অংশগ্রহণ করছেন। পীর সাহেব সবসময় বলেন, “আমার শরীরে হযরত ইমাম হাসান হোসাইন (আ.)’র রক্ত প্রবাহিত। ভোগবিলাস করা আমার কাজ নয়। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত দ্বীনের গুরু দায়িত্ব পালনে পিছপা হবো না।”

আগামী ২৩শে আগস্ট, শনিবার অনুষ্ঠিতব্য কাউন্সিল সফল করার লক্ষ্যে ছারছিনা দরবার শরীফের পীর সাহেবের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পীর সাহেব কাউন্সিলের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং দাওয়াত গ্রহণ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, আওলাদে রাসুল (দ.) হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী, ইমামে রাব্বানী দরবার শরীফের পীর সাহেব আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী, আল্লামা জয়নুল আবেদীন জুবায়ের, আল্লামা এম এ মতিন, স ম আব্দুস সামাদ, আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা, ড. আল্লামা কাফিলুদ্দীন সরকার ছালেহী, ড. আব্দুল ওয়াদুদ, আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা মোশাররফ হোসেন হেলালি, আল্লামা অধ্যক্ষ আবুল ফারাহ ফরিদ উদ্দিন এবং এডভোকেট মোখতার আহমেদ সিদ্দিকী প্রমুখ।

পীর সাহেবের এই নিষ্ঠা, ধৈর্য ও অবিচলিত দৃষ্টিভঙ্গি সাধারণ ভক্ত আশেকান ও সুনী জনতার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। আল্লাহ পাক হুজুর কেবলা কে হায়াতে খিজিরি দান করুন, আমিন।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পিরোজপুর জেলা যুবদলের আহবায়ক কমিটি পূর্ণাঙ্গ করায় মাহামুদু

পিরোজপুর জেলা যুবদলের আহবায়ক কমিটি পূর্ণাঙ্গ করায় মাহামুদু