ঢাকা | বঙ্গাব্দ

কিশোরগঞ্জ উপজেলায় শিশু শিক্ষার্থী-ডিসি উপহার বিনিময়।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2025 ইং
কিশোরগঞ্জ উপজেলায় শিশু শিক্ষার্থী-ডিসি উপহার বিনিময়। ছবির ক্যাপশন: কিশোরগঞ্জ উপজেলায় শিশু শিক্ষার্থী-ডিসি উপহার বিনিময়।
ad728
কিশোরগঞ্জ উপজেলায় শিশু শিক্ষার্থী-ডিসি উপহার বিনিময়। 

নাজমুল হুদা, নীলফামারীঃ 

প্রাথমিকের ক্ষুদে শিক্ষার্থীরা কাচা হাতে গ্রাম বাংলার প্রকৃতির দৃশ্য রং তুলিতে চিত্রায়িত করে উপহার দেয়ায় খুশি হয়ে চার শত পনেরো জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, টিফিন বাক্স ও পানির পাত্র উপহার বিনিময় করলেন নীলফামারীর ডিসি মোহম্মদ নায়িরুজ্জামান। জুলাই যোদ্ধাদের স্মরণে নীলফামারী জেলা পরিষদের অর্থায়নে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে ২৯ জুলাই বিকালে গুণগত শিক্ষার অর্জন নিয়ে চার শত পনেরো জন প্রাথমিক শিক্ষার্থীদের মুখোমুখি হন নীলফামারীর জেলা প্রশাসক মোহম্মদ নায়িরুজ্জামান।
নীলফামারী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে বক্তব্যকালে উপস্থিত শিক্ষার্থীদের বলেন, নীলফামারী জেলা প্রশাসক তোমাদের ভাল কাজের জন্য উপহার দিতে চায়, তোমরা বিনিময়ে কি দিবে ? সকল শিক্ষার্থী দাঁড়িয়ে তাদের কাচা হাতে করা রং তুলিতে চিত্রায়িত গ্রাম বাংলার প্রকৃতির দৃশ্য মেলে ধরে। সমবেতরা সকলেই মুহুর্মুহু করতালি দিয়ে তাদের উৎসাহিত করেন। পরে ডিসি নায়িরুজ্জামান তাদের হাতে প্রত্যেককে একটি করে স্কুল ব্যাগ, টিফিন বাক্স ও পানির পাত্র তুলে দেন।
এসময় তিনি বলেন, প্রতিটি শিশুর মাঝে অপার সম্ভাবনাঘুমিয়ে আছে। তোমরা ভালকে ‘হ্যাঁ’ বলবে, মন্দকে ‘না’ বলবে। সত্য পথে চলবে আর লেখাপড়ায় মনোযোগী হবে। তা হলে এই দেশ একটি শিক্ষিত জাতিকে পরিণত হবে।
কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. মোছাঃ মাহমুদা খাতুন। এছাড়া উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দিন, কিশোরগঞ্জ উপজেলা কৃষি অফিসার লোকমান হাকিম, কিশোরগঞ্জ উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুছ ও উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা ।

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যশোর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ি ও স্টেশনে প্রকাশ্যে মাদকদ্রব্য

যশোর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ি ও স্টেশনে প্রকাশ্যে মাদকদ্রব্য