ঢাকা | বঙ্গাব্দ

বিএনপির কমিটিতে আওয়ামী লীগের তিন নেতা!

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2025 ইং
বিএনপির কমিটিতে আওয়ামী লীগের তিন নেতা! ছবির ক্যাপশন: বিএনপির কমিটিতে আওয়ামী লীগের তিন নেতা।
ad728

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটিতে আওয়ামী লীগের সক্রিয় তিন নেতাকে অন্তর্ভুক্ত করার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এ নিয়ে উপজেলা ও ইউনিয়নজুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।

ঘটনাটি ঘটে সদ্য ঘোষিত বুড়িচং সদর ইউনিয়ন বিএনপির কমিটিতে। সেখানে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা নসু মেম্বারকে সহ-দপ্তর সম্পাদক করা হয়েছে। এ ছাড়া, আরও দুইজন আওয়ামী লীগপন্থীকে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিএনপির কর্মীরা প্রতিবাদ জানিয়ে বলছেন— এটি দলের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট বুড়িচং উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের আগে ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার কথা থাকলেও তা করা হয়নি। তবে সম্মেলন শেষে হঠাৎ করেই সদর ইউনিয়ন বিএনপির কমিটি প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় আওয়ামী লীগের নেতাদের একাধিক পদে বসানো হয়েছে।

কমিটিতে আওয়ামী লীগ থেকে পদ পাওয়া ব্যক্তিরা হলেন- সহ-সভাপতি: মো. হালিম খান ,সহ-দপ্তর সম্পাদক: মো. নসু মিয়া মেম্বার ,কৃষি বিষয়ক সম্পাদক: শহীদ মেম্বার, সদস্য: মো. জাহাঙ্গীর আলম

এ বিষয়ে জানতে চাইলে সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লতিফুর রহমান মেম্বার দৈনিক আমার দেশকে বলেন-

“কে বা কারা নাম দিয়েছে বলতে পারছি না। তবে নিশ্চিত করে বলতে পারি- এই নামগুলো বাদ দেওয়া হবে। দলের বদনাম করার জন্যই আওয়ামী লীগের লোকজনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে।”

অন্যদিকে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন বলেন- “নামগুলো কীভাবে এসেছে তা বলতে পারছি না। আমরা বিষয়টি উপজেলা কমিটিকে জানিয়েছি। তারা আশ্বাস দিয়েছেন এই নামগুলো বাদ দেওয়া হবে।”

স্থানীয় বিএনপির বহু নেতা ও কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগের নেতাদের দিয়ে বিএনপির কমিটি করা হলে দলীয় কর্মীদের মধ্যে বিভ্রান্তি ও হতাশা ছড়িয়ে পড়বে। এতে দলের প্রতি নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা অবমূল্যায়িত হবেন, যা ভবিষ্যতে সাংগঠনিক দুর্বলতা সৃষ্টি করবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগপন্থী ব্যক্তিদের বিএনপির কমিটিতে অন্তর্ভুক্তি কেবল স্থানীয় পর্যায়ে নয়, কেন্দ্রীয় পর্যায়েও প্রশ্নের জন্ম দেবে। এটি দলীয় শৃঙ্খলার বড় ধরনের অবক্ষয় বলে বিবেচিত হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ময়মনসিংহে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট।

ময়মনসিংহে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট।