ঢাকা | বঙ্গাব্দ

তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2025 ইং
তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান ছবির ক্যাপশন: তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান।
ad728

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঢাকা, ২৫ আগস্ট ২০২৫ – তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি (টিটিডি) অবৈধ গ্যাস সংযোগ শনাক্তকরণ ও উচ্ছেদ অভিযানের মাধ্যমে রাজধানী ও আশপাশের এলাকায় লক্ষাধিক টাকার গ্যাস চুরি রোধ করেছে।

তিতাস গ্যাসের আঞ্চলিক বিক্রয় বিভাগ - সাভার, জোবি-আশুলিয়া এলাকায় ২৪ আগস্ট (রবিবার) ২০২৫ তারিখে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে আনুমানিক ৪০ ফুট দীর্ঘ অবৈধ বিতরণ লাইন এবং ৪০টি ডাবল চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে মাসিক ৪৩,২০০/- টাকার গ্যাস সাশ্রয় করা সম্ভব হয়েছে। বেক্সিমকোর গলি, চক্রবর্তী, আশুলিয়া এলাকায় ৩/৪ ইঞ্চি তিনটি সোর্স কিলিং করা হয়েছে।

একই দিনে, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পানাম সিটি সংলগ্ন নোয়াইল-দুলালপুর এলাকায় জনাব মিল্টন রায়, সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে ১টি অবৈধ চুনা কারখানা (ভাট্টি ৩টি) এবং আনুমানিক ৮ কিলোমিটার অবৈধ বিতরণ লাইনের ৫,৫০০টি আবাসিক ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া, বিভিন্ন ব্যাসের ২১০ ফুট এমএস লাইন পাইপও অপসারণ/জব্দ করা হয়।

দক্ষিন কেরানিগঞ্জ, বেগুনপট্টি ও দোলেশ্বর এলাকায় জনাব হাসিবুর রহমান, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে ০৫টি স্পটে অভিযান পরিচালিত হয়। অভিযানে ২টি অবৈধ ওয়াশিং কারখানা এবং ১টি আবাসিক স্থানে অবৈধভাবে ৬টি ডাবল চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় বিভিন্ন ব্যাসের ৪৩০ ফুট লাইন পাইপ, ৩০ ফুট জিআই পাইপ, ২টি বল ভালভ এবং ১টি আবাসিক রেগুলেটর অপসারণ/জব্দ করা হয়। এতে মাসিক ৮,৮৩,১৮৯/- টাকার গ্যাস সাশ্রয় সম্ভব হয়েছে।

তিতাস গ্যাসের আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ- নারায়ণগঞ্জ-এর অধীনে জোবি-ফতুল্লা ও জোবি-নারায়ণগঞ্জ এলাকায় ৮টি বাণিজ্যিক, শিল্প, ক্যাপটিভ ও সিএনজি প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে রায়ান সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাল্ব পরিলক্ষিত হওয়ায় গ্রাহককে তা অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। বাকি প্রতিষ্ঠান যেমন কাকলি ডাইং এন্ড প্রিন্টিং, সুমা স্টীল এন্ড রি-রোলিং, স্টার কাস্টিং এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, ভাই ভাই লাইমস ইন্ডাস্ট্রি, শরীফ লাইমস, ইসলামি বোর্ড ফ্যাক্টরি ও রূপনগর প্রিন্টিং ওয়ার্কস পরিদর্শনকালে কোন অনিয়ম ধরা পড়েনি।

মোঃ আল আমিন, ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ), তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসি সংবাদ সম্মেলনে জানান, “আমরা অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত রাখব এবং গ্যাসের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করব।”


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে লিফলেট ব

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে লিফলেট ব