ঢাকা | বঙ্গাব্দ

তিতাস গ্যাসের অভিযান: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2025 ইং
তিতাস গ্যাসের অভিযান: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন। ছবির ক্যাপশন: তিতাস গ্যাসের অভিযান।
ad728
মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঢাকা, ২৭ আগস্ট ২০২৫, বুধবার

গ্যাসের অবৈধ ব্যবহার রোধ ও জাতীয় সম্পদ সুরক্ষায় নিয়মিতভাবে অভিযান চালিয়ে যাচ্ছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। এরই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) নরসিংদী, মুন্সীগঞ্জ ও ভৈরব অঞ্চলে একযোগে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, পাইপলাইন জব্দ, জরিমানা আদায় এবং পূর্বে বিচ্ছিন্ন সংযোগ স্থায়ীভাবে বন্ধ করার মতো কার্যক্রম সম্পন্ন হয়েছে।

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নেপাল কান্তি দেবের নেতৃত্বে নরসিংদী আঞ্চলিক বিক্রয় বিভাগ ও জোবিঅ-নরসিংদীর সহযোগিতায় হাজীপুর বউ বাজার, হাজীপুর পশ্চিমপাড়া ও দত্তপাড়াসহ পাঁচটি স্পটে অভিযান পরিচালিত হয়।

এ অভিযানে তিনটি বেকারির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া প্রায় ৬০ ফুট ¾’’ জিআই পাইপ এবং ৫০ ফুট ¾’’ এমএস পাইপ অপসারণ ও জব্দ করা হয়। এ সময় সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। প্রতিটি অবৈধ লাইন সম্পূর্ণভাবে অপসারণ করে বিতরণ লাইনের উৎস পয়েন্ট থেকে কিল করা হয়।

অন্যদিকে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব জনাব সিমন সরকারের নেতৃত্বে মুন্সীগঞ্জ সদর, মুক্তারপুর ও পঞ্চসার এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে মেসার্স তন্ময় ফিশিং নেট ইন্ডাস্ট্রিজ লি., আলমদিনা বোর্ড মিলস লি., মেসার্স বিসমিল্লাহ বোর্ড মিলস লি. ও মেঘনা ফেব্রিক্স লি.-এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি একটি আবাসিক রেগুলেটর, ২৫০ ফুট প্লাস্টিক হোজ পাইপ এবং ৩ ফুট এমএস পাইপ জব্দ করা হয়। এর ফলে প্রতি মাসে প্রায় ৪ লাখ ৪০ হাজার টাকার গ্যাস সাশ্রয় করা সম্ভব হবে বলে জানা গেছে।

এছাড়া, পূর্বে স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা শিল্প গ্রাহক মেসার্স তন্ময় ফিশিং নেট ইন্ডাস্ট্রিজ লি.-এর প্রাঙ্গণেও অভিযান পরিচালিত হয়। সেখানে পার্শ্ববর্তী একটি আবাসিক রাইজার থেকে হোজ পাইপের মাধ্যমে বয়লারে গ্যাস ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। তৎক্ষণাৎ প্রায় ২৫০ ফুট হোজ পাইপ জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট রাইজার কিলিং/ক্যাপিং করে দেওয়া হয়। পূর্বে বিচ্ছিন্নকৃত ভাল্বপিট ওয়েল্ডিং করে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।

তিতাস গ্যাসের আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ – নারায়ণগঞ্জের বিশেষ টিমও একই দিনে অভিযান পরিচালনা করে। জোবিঅ-ভৈরব ও জোবিঅ-নরসিংদী আওতাধীন আটটি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ ও সংযোগ বিচ্ছিন্নের চেষ্টা করা হয়।

বেলাবো ফিলিং স্টেশন ও এমডি জব্বার জুট মিলস গ্রাহকের হাউজ লাইন ভূমির নিচে থাকার প্রমাণ পাওয়া যায়। গ্রাহককে মৌখিকভাবে বিষয়টি দৃশ্যমান করার নির্দেশ দেওয়া হয়। তবে রাজা ফুড প্রোডাক্টস, রাজা সোপ, বাবুল কেমিক্যাল ওয়ার্কস, খাজা বেকারি, ফাইন মুড়ি ফ্যাক্টরি, মেসার্স বাবুল কেমিক্যালস, শিল্পী টেক্সটাইল এবং সোবহান টেক্সটাইল এন্ড প্রিন্টিং কারখানা পরিদর্শনকালে কোনো অনিয়ম ধরা পড়েনি।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ জাতীয় সম্পদের অপচয় ঘটায় এবং ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে। এ কারণে গ্যাসের অপব্যবহার ও অবৈধ সংযোগ উচ্ছেদে নিয়মিতভাবে এমন অভিযান চলবে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাকিমপুরে চিকিৎসককে মারধর ও মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগ স্বেচ

হাকিমপুরে চিকিৎসককে মারধর ও মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগ স্বেচ