ঢাকা | বঙ্গাব্দ

রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে শ্রীমঙ্গলে র‍্যালি ও আলোচনা সভা।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2025 ইং
রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে শ্রীমঙ্গলে র‍্যালি ও আলোচনা সভা। ছবির ক্যাপশন: শ্রীমঙ্গলে র‍্যালি ও আলোচনা সভা।
ad728
রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে শ্রীমঙ্গলে র‍্যালি ও আলোচনা সভা।

অন্তর মিয়া, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

পবিত্র রবিউল আউয়াল শরীফ মাসকে স্বাগত জানিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আনজুমানে আল বাইয়্যিনাত-এর উদ্যোগে একটি র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র মাসকে স্বাগত জানাতে শ্রীমঙ্গল শহরের দক্ষিণ মুসলিমবাগ এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। গাড়ি ও মোটরসাইকেলের বহর নিয়ে র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিটির নাম ছিল 'ফাল ইয়াফরাহু' র‍্যালি। র‍্যালিটি শেষ হয় দক্ষিণ মুসলিমবাগেই।

র‍্যালি শেষে রবিউল আউয়াল শরীফ মাসের ফজিলত ও গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এতে শ্রীমঙ্গল আনজুমানে আল বাইয়্যিনাত-এর বিশিষ্ট আমিল মুহম্মদ নাজমুল হুসাইন এই পবিত্র মাসের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, "এই মাসটি মানবজাতির জন্য রহমত ও বরকত নিয়ে আসে। এই মাসে, রাসুলে পাক  হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত হয়েছে, তাই এই মাসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।"

অনুষ্ঠানে দক্ষিণ মুসলিমবাগ এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ীরা অংশ নেন। আলোচনা সভা শেষে পবিত্র মিলাদ শরীফ ও কিয়াম অনুষ্ঠিত হয়। এরপর সারা বিশ্বের নির্যাতিত মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চা-পুর শ্রীমঙ্গল আনজুমানের বিশিষ্ট আমিল মুহম্মদ কামাল হুসাইন।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেনাপোল সীমান্তে মানবপাচার প্রতিরোধ প্রকল্প পরিদর্শনে স্বরাষ

বেনাপোল সীমান্তে মানবপাচার প্রতিরোধ প্রকল্প পরিদর্শনে স্বরাষ