বিদ্যুৎ বিভাগের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত।
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধায় বিদ্যুৎ বিভাগের নানা অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবিতে এবং অবৈধ প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৭ আগষ্ট) সকালে বিদ্যুৎ গ্রাহক ও শেচ পাম্প মালিক সমিতির গাইবান্ধা জেলা কমিটির আয়োজনে জেলা শহরের ডি বি রোডে নাট্য সংস্থার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যুৎ বিভাগের বিভিন্ন অনিয়ম, ঘুষ, হয়রানি এবং অবৈধ প্রিপেইড মিটার সংযোগের মাধ্যমে সাধারণ গ্রাহক ও কৃষকদের জিম্মি করে রাখা হচ্ছে। এসব অনিয়ম-দুর্নীতি অবিলম্বে বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এ সময় বিদ্যুৎ গ্রাহক, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উক্ত মানববন্ধনে অংশ করেন।