ঢাকা | বঙ্গাব্দ

চার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানো হলো সালমান এফ রহমানকে

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2025 ইং
চার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানো হলো  সালমান এফ রহমানকে ছবির ক্যাপশন: চার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানো হলো শেখ হাসিনার সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানকে
ad728

মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

দুর্নীতির মাধ্যমে ঋণ নিয়ে অর্থ আত্মসাত এবং ব্যাংকিং খাতে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক চার মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) তাকে কারাগার থেকে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়ার আদালতে হাজির করে পুলিশ। এরপর দুদকের পক্ষ থেকে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হয়। আদালত আবেদন মঞ্জুর করে তাকে চার মামলায় গ্রেপ্তার দেখান এবং পরবর্তীতে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত বছরের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর সদরঘাট এলাকা থেকে নৌপথে পালানোর সময় আইনশৃঙ্খলা বাহিনী সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা একাধিক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। পাশাপাশি আরও কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তার দেখানো চার মামলায় অভিযোগ রয়েছে যে, প্রভাব খাটিয়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে অনিয়মের মাধ্যমে বিপুল অঙ্কের ঋণ গ্রহণ করা হয় এবং পরবর্তীতে তা আত্মসাৎ করা হয়। তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে এ ঘটনায় ব্যাপক আলোচনা চলছে। অনেকে এটিকে দেশের চলমান দুর্নীতিবিরোধী অভিযানের বড় ধাপ হিসেবে দেখছেন। তবে তার আইনজীবীরা অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে আদালতে জামিনের জন্য পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাণীশংকৈলে ড্রাইভিং শিখতে গিয়ে দোকান ভাঙচুর; আহত-৪।

রাণীশংকৈলে ড্রাইভিং শিখতে গিয়ে দোকান ভাঙচুর; আহত-৪।