ঢাকা | বঙ্গাব্দ

নীলফামারীতে চার’শ শিক্ষার্থী পেলো স্কুল ব্যাগ, পানির পাত্র ও টিফিন বক্স।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2025 ইং
নীলফামারীতে চার’শ শিক্ষার্থী পেলো স্কুল ব্যাগ, পানির পাত্র ও টিফিন বক্স। ছবির ক্যাপশন: নীলফামারীতে শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ।
ad728
নীলফামারীতে চার’শ শিক্ষার্থী পেলো স্কুল ব্যাগ, পানির পাত্র ও টিফিন বক্স। 

নাজমুল হুদা, স্টাফ রিপোর্টারঃ 

নীলফামারী সদর উপজেলার চার’শ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে জেলা পরিষদের উদ্যোগে।
বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় এতে সভাপতিত্ব করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা জছিজুল আলম মন্ডল, জেলা কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু বক্তব্য দেন। 
অনুষ্ঠানে সদর উপজেলার ২০৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চার’শ শিক্ষার্থীকে একটি করে স্কুল ব্যাগ, একটি করে টিফিন বক্স ও একটি করে পানির পাত্র বিতরণ করা হয়। 
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় জানান, ছেলে মেয়ে বিভেদ নেই, চল সবাই স্কুলে যাই’ শ্লোগানে জেলার ছয় উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করছে। জেলার দুই হাজার ৪’শ শিক্ষার্থী এই সুবিধার আওতায় এসেছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী রয়েছে একটি স্কুল ব্যাগও কেনার সামর্থ নেই তার পরিবারের। এই অনুভব থেকে জেলা পরিষদ এই উদ্যোগ গ্রহণ করে। 
আগামীতে স্কুল ড্রেস দেয়ারও পরিকল্পনা রয়েছে আমাদের। 
পরে সদর উপজেলার শিক্ষকদের নিয়ে ডিজিটাল রক্তদান প্লাটফর্ম ‘হিমোগ্লোবিন’ নিয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ময়মনসিংহে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।

ময়মনসিংহে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।